Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ঝাঁঝ নেই লঙ্কায়! নিয়মরক্ষার ম্যাচ বিরাটদের দাপটে ৩১৮ রানে জিতে সিরিজ় জয় ভারতের




ঝাঁঝ নেই লঙ্কায়! নিয়মরক্ষার ম্যাচ বিরাটদের দাপটে ৩১৮ রানে জিতে সিরিজ় জয় ভারতের রবিবার তিরুঅনন্তপুরমের পিচ দেখে রোহিত শর্মা বুঝে গিয়েছিলেন যে বড় রান উঠবে। তাই টস জিতে ব্যাটিং নিতে দ্বিধা করেননি তিনি। সেই সুবিধা নিয়ে ৩৯০ রান তোলে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ৭৪তম শতরান। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ৭৪তম শতরান। ছবি: বিসিসিআই

শ ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনও বিভাগেই তিরুঅনন্তপুরমে ভারতের সঙ্গে পেরে উঠল না শ্রীলঙ্কা। বোলারদের শাসন করলেন বিরাট কোহলি, শুভমন গিলরা আর ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না মহম্মদ সিরাজরা। এক দিনের সিরিজ়ের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে দুরমুশ করল ভারত। ৩১৮ রানে হারল শ্রীলঙ্কা। Advertisement বিরাট এবং শুভমনের ব্যাটিং দেখে মনে হয়েছিল তিরুঅনন্তপুরমের পিচে বোলারদের জন্য কিছু নেই। সেটা ভুল বলে প্রমাণ করে দিলেন মহম্মদ সিরাজ, মহম্মদ শামিরা। নতুন বলে তাঁদের আক্রমণ দিশেহারা করে দিল শ্রীলঙ্কাকে। রবিবার তিরুঅনন্তপুরমের পিচ দেখে রোহিত শর্মা বুঝে গিয়েছিলেন যে বড় রান উঠবে। তাই টস জিতে ব্যাটিং নিতে দ্বিধা করেননি তিনি। টস জিতে রোহিত বলেন, “আমরা প্রথমে ব্যাট করব। খুব ভাল পিচ। সেটার সুবিধা নিতে হবে।” সেই সুবিধাটাই নিলেন শুভমন এবং বিরাট। ৯৭ বলে শতরান করেন শুভমন। বিরাট ১৬৬ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন তাঁরা। পুরো ইনিংসে ১৪টি ছক্কা মেরেছে ভারত। এর মধ্যে ৮টি ছক্কাই মারেন বিরাট। ১১০ বলে ১৬৬ রান করেন তিনি। ভারত শুরু থেকেই বড় রানের লক্ষ্য নিয়েছিল। রোহিত এবং শুভমন শুরু থেকেই দ্রুত রান তুলছিলেন। কিন্তু পুল মারতে গিয়ে ৪২ রান করে আউট হন রোহিত। নিজের প্রিয় শট খেলতে গিয়েই উইকেট দিলেন তিনি। শেষ ৫০টি ইনিংসে শতরান আসেনি তাঁর ব্যাট থেকে। বিরাট রানে ফিরলেও ভারতের অধিনায়কের থেকেও বড় চাইছেন সমর্থকরা। শুভমন শতরান করায় ওপেনিং নিয়ে আপাতত চিন্তা কমল ভারতের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply