Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বিয়ে নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী, জানালেন পছন্দ




রাজনৈতিক কারণে তিনি প্রায়ই থাকেন খবরের শিরোনামে। তবে এবার বিয়ের মতো ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলে আলোচনায় উঠে এসেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। ছবি: দ্য প্রিন্ট সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন রাহুল। যদিও এর আগে তিনি জানিয়েছিলেন, যে পাত্রীর মধ্যে তার মা সোনিয়া গান্ধীর গুণ রয়েছে, সেই মেয়েকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে রাজি। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে অকপটে মুখ খুলেছেন রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম টুইটারে ওই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয় যে, তিনি বিয়ের বিষয়ে কী ভাবছেন? এছাড়া কবে বিয়ে করতে চান, তা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রাহুল জানান, যেদিন সঠিক কোনো ব্যক্তিত্বকে পাবেন, সেদিন বিয়ে করবেন তিনি। আরও পড়ুন: ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী সাক্ষাৎকারে সঞ্চালক প্রশ্ন করেন, তাহলে কি কারো দিকে বিয়ের ব্যাপারে তাকিয়ে রয়েছেন রাহুল? সোজাসাপ্টা জবাবে সোনিয়াপুত্র বলেন, ‘যদি তিনি আসতে চান, তাহলে আসবেন’। এর সঙ্গে মুচকি হেসে রাহুল বলেন, ‘এটা ভালোই হবে’। সঞ্চালক প্রশ্ন করেন, তাহলে কি রাহুল গান্ধী বিয়ের বিপক্ষে নন? ইতিবাচক উত্তর দিয়ে রাহুল বলেন, ‘একেবারেই নয়।’ সে সময়ই আলোচনা হয়, রাহুল ‘সঠিক মানুষের’ জন্য অপেক্ষায় আছেন কিনা। এমন প্রশ্নের জবাবে রাহুল গান্ধী তোলেন তার মা সোনিয়া ও বাবা রাজীব গান্ধীর বিয়ের প্রসঙ্গ। বলেন, ‘সমস্যা হলো, আমার বাবা-মায়ের খুব সুন্দর একটা দাম্পত্য জীবন ছিল। আর তারা একে অপরের সঙ্গে প্রেমে ছিলেন। তাই আমার মানদণ্ডটা একটু ওপরে।’ সঞ্চালক পাল্টা প্রশ্ন করেন, রাহুলের কাছে কোনো ‘চেকলিস্ট’ আছে কিনা। জবাবে কংগ্রেসের ওয়েনাদের সাংসদ জানান, তিনি এমন একজন পাত্রী পছন্দ করবেন যিনি ‘ভালোবাসার মানুষ’ হবেন। সঙ্গে বুদ্ধিদীপ্তও হবেন। আরও পড়ুন: রাহুলের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে চিঠি কংগ্রেসের রাহুল বলেন, ‘ভালোবাসতে জানে এবং মানবিকতা রয়েছে এমন কাউকে আমি পছন্দ করব।’ মজার ছলে সঞ্চালক বলেন, সব নারীরাই কিন্তু এই বার্তা পেয়ে যাচ্ছে। হাসি দিয়ে রাহুল পাল্টা বলেন, ‘এবার আপনি আমাকে মুশকিলে ফেলে দিচ্ছেন।’ সূত্র: হিন্দুস্তান টাইমস






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply