Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দুর্দিনে জোড়া সুসংবাদ পেলেন জ্যাকুলিন




দুর্দিনে জোড়া সুসংবাদ পেলেন জ্যাকুলিন মামলা ও সহশিল্পীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সময়টা মোটেই ভাল যাচ্ছে না বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। বিশেষ করে অর্থ প্রতারণার মামলায় জড়িয়ে থানা ও আদালত পাড়ায় ঘুরতে ঘুরতে ক্যারিয়ারে কিছুটা ধ্বস নেমে এসেছে তার। এই দুঃসময়ের মধ্যে পেলেন জোড়া সুসংবাদ। একই দিনে পাওয়া দুই সুসংবাদে রীতিমত উচ্ছ্বসিত জ্যাকুলিন। শুক্রবার (২৭ জানুয়ারি) পাওয়া দুটি সংবাদের একটি হলো, তার অভিনীত একটি হলিউড সিনেমার গানের অস্কার মনোনয়ন ও অপরটি তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন পাতিয়ালা আদালত। জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত হলিউড সিনেমা ‘টেল ইট লাইক আ ওমেন’ এর একটি গান ৯৫তম অস্কারে মনোনয়ন পেয়ছে। অস্কারের সেরা মৌলিক গান বিভাগে নমিনেশন পেয়েছে এটি। গানটির কথা ও সঙ্গীতায়োজন করেছেন ডায়ান ওয়ারেনি এবং পারফর্ম করেছেন সোফিয়া কারসেন। এ ব্যাপারে বলিউড সুন্দরী বলেন, আমি রীতিমত নির্বাক। অভিনন্দন ডায়ান ওয়ারেন ওসফিয়া কারসেনকে। এই ছবিতে কাজ করা আমার জন্য সম্মানের। এদিকে, শুক্রবার পাতিয়ালা আদালত বিদেশ ভ্রমণের জন্য জ্যাকুলিনকে অনুমতি দিয়েছেন। জ্যাকুলিনের আইনজীবী প্রমান্ত পাটিল বলেন, তিনি প্রত্যেক তারিখে নিয়ম করে আদালতে হাজির হন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো জোরালো প্রমাণ দিতে পারেননি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply