Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ভালো ফলনের পরও খাদ্য আমদানি কেন, জানালেন কৃষিমন্ত্রী




ভালো ফলনের পরও খাদ্য আমদানির কারণ ব্যাখ্যা করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, কৌশলগত বিষয়, নিলামের যে সিন্ডিকেট, এরা করে কী, সবসময় দাম বাড়িয়ে দেয়। তাদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করে। আমাদের যখন রপ্তানির কিছুটা সুযোগ থাকে, তখন তারা ভয় পায় যে রপ্তানি বেশি হলে তাদের লস হবে। তখন তারা মজুতটা কম করে। এটা আমাদের একটা কৌশল। বুধবার ডিসি সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কৃষকের কাছ থেকে ধান কেনার বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, আমরা খরচ হিসাব করি, ডিজেল-সার-সেচের কতটুকু খরচ, ধান কাটা থেকে শুরু করে মাড়াই পর্যন্ত এক মণ ধানে কত খরচ হলো তার ওপর। আমরা কেজিপ্রতি এক টাকা দুই টাকা বেশি ধরে দাম নির্ধারণ করি। তিনি বলেন, এত ধান বিক্রি হয়েছে, ১৮০০ টাকা মণ পর্যন্ত বাংলাদেশে ধান বিক্রি হয়েছে। এটা ভালো না, কিন্তু হয়েছে। আমনের ফলন ভালো হওয়ার পরও ১২০০-১৩০০ টাকা করে ধানের মণ বিক্রি হয়েছে। কাজেই আমরা দাম দিলাম, না দিলাম— আমরা ঠিক করেছি কৃষকের যাতে লাভ হয়, সেটি ধরেই আমরা মূল্য নির্ধারণ করি। দেশে কোনো মানুষ এখন না খেয়ে থাকছে কিনা, সেই প্রশ্ন রেখে আবদুর রাজ্জাক বলেন, অতীতে কার্তিক মাসে মঙ্গা হলেও দেশে এখন কোনো খাদ্য সংকট নেই, মঙ্গা নেই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply