Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আল-আকসা ঘিরে ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা চরমে




পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গাভীর পরিদর্শন নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সত্তাহ। এ ছাড়া বেন গাভীর আল-আকসা পরিদর্শনকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে সতর্ক করেছে সশস্ত্র সংগঠন হামাস। ছবি: সংগৃহীত সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার (৩ জানুয়ারি) আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গাভীর পরিদর্শনের পরই উত্তেজনার সূত্রপাত। স্থানটিতে ১৫ মিনিট অবস্থান করেন ইতামার। পরে এক টুইটবার্তায় তিনি বলেন, হামাসের হুমকিতে মাথা নত করবে না ইসরাইল সরকার। একই সঙ্গে আল-আকসা ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত হওয়ায় এ স্থান সবার জন্যই উন্মুক্ত বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়েই ডানপন্থি এই নেতার আল-আকসা মসজিদ সফর ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করেছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সত্তাহ বলেন, সাধারণ ফিলিস্তিনিদের আবেগ নিয়ে খেলতেই গাভী আল-আকসায় গেছেন। তিনি আরও বলেন, ‘ইসরাইলি মন্ত্রীর এই সফর সাধারণ ফিলিস্তিনিদের আবেগের ওপর বড় আঘাত। তারা পবিত্র এই মসজিদকে টেম্পল বানাতে চায়। এটা পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, সব চুক্তিবিরোধী কর্মকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ আরও পড়ুন: আল আকসার ইমামকে তুলে নিয়ে গেছে ইসরাইল ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেন গাভীর সফরকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে একে বড় ধরনের চ্যালেঞ্জ ও বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ফিলিস্তিনিরা বাদেও কয়েকটি আরব দেশ এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডানের দাবি, ইসরাইলি মন্ত্রীর সফর জেরুজালেমে ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থার লঙ্ঘন। আর লেবাননের হিজুবুল্লাহ প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আল-আকসা নিয়ে ইসরাইল কোনো পরিকল্পনা করলে শুধু ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলেই ‘বিস্ফোরণ’ হবে। আল-আকসা প্রাঙ্গণ ফিলিস্তিনিদের পাশাপাশি ইহুদিদের কাছেও পবিত্র স্থান। এই স্থানের ওপর দাবি নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরেই তিক্ত বিভেদ চলে আসছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply