Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি, ধারেকাছেও নেই রোনালদো




গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি, ধারেকাছেও নেই রোনালদো

ফুটবল মাঠে নানান নাটকীয়তা, অঘটনে মোড়ানো ছিল ২০২২ সাল। গতবছরই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। যার হাত ধরে লে আলবিসেলেস্তেরা বিশ্বসেরার মুকুট পায়, সেই লিওনেল মেসিই গতবছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। যেখানে আর্জেন্টাইন মহাতারকার ধারেকাছে নাম নেই এক সময়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিবছর মাঠের সবদিক বিবেচনা করে সেরা ১০০ ফুটবলার বাছাই করেছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তারই ধারাবাহিকতায় এ বছরও ২০৬ জনের একটি নির্বাচক প্যানেল সেরা ১০০ জন সেরা ফুটবলার বাছাই করেন। যে তালিকায় ক্যারিয়ারের অন্তিমলগ্নে এসে বিশ্বকাপের শিরোপা জেতা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি জিতেছেন গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। মেসি ছাড়াও এই তালিকায় সেরা পাঁচে রয়েছেন- কিলিয়ান এমবাপ্পে (২য়) , করিম বেনজেমা (৩য়), আরলিং হালান্ড (৪র্থ) ও লুকা মদ্রিচ (৫ম)। এই তালিকায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র রয়েছেন ১২তম স্থানে। আর সদ্যই সৌদি ক্লাব আল নাসরে পাড়ী জমানো ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান ৫১তম স্থানে। কাতারের মরুর বুকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পথে অসামান্য পারফরম্যান্স প্রদর্শন করেন মেসি। পুরো টুর্নামেন্টে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৩টি গোলে অ্যাসিস্ট করে জিতে নিয়েছিলেন বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। এছাড়া পিএসজির হয়ে ক্লাব ফুটবলেও ধারাবাহিক ছিলেন এই ফরোয়ার্ড। তাই অনুমেয়ভাবে পুরস্কার যায় মেসির দখলে। দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়া কিলিয়ান এমবাপ্পেও ছিলেন দুর্দান্ত ফর্মে। কাতার বিশ্বকাপে ফাইনালে শিরোপা জিততে না পারলেও হ্যাটট্রিক করে টুর্নামেন্টে ৮ গোল করেছিলেন এমবাপ্পে। মেসির আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হলেও গোল্ডেন বুট জিতেছিলেন এই ফরাসি তারকা। অন্যদিকে রোনালদোর পর্তুগালও মরক্কোর বিপক্ষে শেষ চারের লড়াইয়ে ১-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে। ক্লাবের সঙ্গে সময়টা ভালো না কাটায় বেঁফাস মন্তব্য করে ম্যানইউ থেকে বাদ পড়েন তিনি। এরপর বিশ্বকাপে সাইডবেঞ্চে বসেই হারের কষ্ট অনুভব করতে হয় তাকে। যদিও আসরে ১টি গোল করেছিলেন সিআর সেভেন এদিকে ক্লাব ফুটবলে মেসি-এমবাপ্পের সঙ্গে দারুণ সময় কাটানো নেইমারের কাতার বিশ্বকাপ মিশনটা মোটেই ভালো যায়নি। নিজে ইনজুরিতে পড়েছিলেন। তবে মাঠে ফিরে এলেও তার দল ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে ছিটকে যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে। টুর্নামেন্টে তিনি ২টি গোল করেছিলেন। গার্ডিয়ানের প্রকাশিত তালিকায় সেরা দলের মধ্যে রয়েছেন কেভিন ডি ব্রুইনে, রবার্ট লেওয়ানডফস্কি, ভিনিসিয়াস জুনিয়র, থিবো কোর্তোয়া ও মোহাম্মদ সালাহ। সেরা ১০০ জনের তালিকায় ম্যানসিটির ১২, রিয়াল মাদ্রিদের ১১, লিভারপুলের ৯, ম্যানইউ-পিএসজি-বার্সেলোনার ৫ করে খেলোয়াড় রয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply