Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সাকিবের বরিশালকে হারিয়ে দিল নাসিরের ঢাকা




ঢাকা বনাম বরিশালের ম্যাচ। ছবি : ঢাকা ডমিনেটর্স চলমান বিপিএলের অন্যতম ফেভারিট দল ফরচুন বরিশাল। ফেভারিটের তকমা ধরে রেখেই ছুটছিল দলটি। ভিন্ন পরিস্থিতি ঢাকা ডমিনের্টস শিবিরে। গড়পড়তা দল নিয়ে হারছিল একের পর এক। সেই ঢাকার কাছে কিনা পাত্তা পেল না বরিশাল। হতাশায় ডুবে থাকা ঢাকা আজ উড়িয়ে দিল সাকিব আল হাসানের বরিশালকে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এলো নাসির হোসেনর দল। যদিও সর্বোচ্চ ১০টি ম্যাচ খেলা ঢাকার অবস্থা বাদ হওয়ার পথেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে সাকিবের দল। আগে ব্যাট করতে নেমে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ২০ ওভারে মাত্র ১৫৬ রান তোলে বরিশাল। জবাব দিতে নেমে ৭ বল হাতে রেখে ঢাকা জয় পেয়ে যায়। ঢাকা ১৮.৫ ওভারে সংগ্রহ করে ১৫৭ রান। আগে ব্যাট করতে নেমে বরিশালের হয়ে ভালো করেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নেমে ৩৫ বলে ৪২ রান করেন এনামুল। তবে তিনি ভালো করলেও টপ ও মিডল অর্ডারের অন্যদের ব্যর্থতায় ধুঁকছিল দল। ৬ নম্বরে নেমে মাহমুদউল্লাহ করেন ২৭ বলে ৩৯ রান। পরে ৫ বলে ১৭ রান করে দলকে দেড়শ পার করান জানাত। সাকিব ব্যাট হাতে ব্যর্থ হন। ৫ রান করেই ফেরেন সাজঘরে। ছন্দে থাকা ইফতেখারও পারেননি জ্বলে উঠতে। ১০ রানে ভাঙে তাঁর প্রতিরোধ। ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে আসে ২ রান। রান তাড়ায় ঢাকার হয়ে সর্বোচ্চ রান করে মোহাম্মদ মিঠুন। সর্বোচ্চ ৩৬ বলে ৫৪ রান করেন তিনি। হয়েছেন ম্যাচ সেরাও। এ ছাড়া ২২ বলে ৩৭ রান করেন সৌম্য সরকার। ২১ বলে ২৬ রান করেন আব্দুল্লাহ আল মামুন। ১৬ বলে ২০ রানের অপরজিত ইনিংস খেলেন অধিনায়ক নাসির হোসেন। সংক্ষিপ্ত স্কোর ফরচুন বরিশাল : ২০ ওভারে ১৫৬/৮ (এনামুল ৪২, সাইফ ১৫, সাকিব ৫, ইব্রাহিম ২, ইফতিখার ১০, মাহমুদউল্লাহ ৩৯, সালমান ১৪, জানাত ১৭, ওয়াসিম ৪*; শরিফুল ৪-০-৪৩-১, ইরশাদ ৪-০-৩১-১, হামজা ৪-০-২২-২, মুক্তার ৪-০-২৭-১, নাসির ২-০-১৫-১, সৌম্য ২-০-১৪-১)। ঢাকা ডমিনেটর্স : ১৮.৫ ওভারে ১৫৭/৫ (সৌম্য ৩৭, মিঠুন ৫৪, মামুন ২৬, নাসির ২০, ব্লেইক ১৫, আরিফুল ১, ঘানি ২*; সাকিব ৪-০-১৮-২, ওয়াসিম ৩-০-৩৪-০, খালেদ ২-০-২৭-০, সানজামুল ৩.৫-০-৩৫-২, জানাত ২-০-২০-১, সালমান ১-০-৮-০, ইফতিখার ৩-০-১৫-০)। ফল : ঢাকা ডমিনেটর্স ৫ উইকেটে জয়ী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply