ক্রমবর্ধমান সংকটে ভেঙে খানখান হবে কি পাকিস্তান?
ভারত, আফগানিস্তান, ইরান ও চীনের সঙ্গে সীমান্ত সংযোগ থাকা দেশ পাকিস্তান চারটি প্রদেশ পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান নিয়ে গঠিত। আরও একটি ফেডারেল অঞ্চল ও দুটি ‘অধিকৃত’ অঞ্চল রয়েছে দেশটির। ফেডারেল অঞ্চল রাজধানী ইসলামাবাদ এবং ‘অধিকৃত’ অঞ্চলের একটি কাশ্মীর ও অপরটি গিলগিট বালতিস্তান।
দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংকটে ডুবে থাকা পাকিস্তান এবার অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে (ফাইল ছবি)
ভারতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে দাবি করা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও গিলকিট বালতিস্তান উভয়ই এক সময় জম্মু ও কাশ্মীরের অধীনে ছিল, যা ১৯৪৭ সাল পর্যন্ত ভারতবর্ষের অংশ ছিল এবং অবৈধভাবে সেটি দখল করেছে পাকিস্তান। যদিও পাকিস্তান এ দাবিকে অস্বীকার করে ভারতের জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে একই দাবি করে।
ইউসুফ নাজার নামে এক গবেষকের ‘বলকানাইজেশন অ্যান্ড পলিটিক্যাল ইকোনোমি অব পাকিস্তান’ শীর্ষক একটি গবেষণাপত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইর এক প্রতিবেদেনে বলা হয়, এসব প্রদেশ ও অঞ্চলের বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও জাতি রয়েছে। দুর্ভাগ্যবশত পাকিস্তান সেগুলোকে সংগঠিত বা ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে।
Tag: English News Featured world

No comments: