Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী দ. আফ্রিকা




নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফেভারিট ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ওপেনিং ব্যাটার টাজমিন ব্রিটস ও মিডিয়াম পেসার অবঙ্গা খাকা গুরুত্বপূর্ণ অবদান রাখেন জয়ে। কেপ টাউনের নিউল্যান্ডসে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে টসজয়ী প্রথমে ব্যাটিং করে চার উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে লরা উলভার্ট ও ব্রিটস মিলে ৯৬ রানের জুটি গড়ে তুলেন। এর মধ্যে উলভার্ট ৪৪ বলে ৫ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ৫৩ ও ব্রিটস ৫৫ বলে ৬ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ৬৮ রান করেন। লরা উলভার্ট ও ব্রিটস মিলে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটিং পারফরমেন্স উপহার দেন। বাংলাদেশের বিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটার অপরাজিত সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। সেমিফাইনালের ম্যাচে ১৩.৪ ওভারে প্রথম উইকেটে তারা করেছেন ৯৬ রান। জবাবে ৮ উইকেটে ১৫৮ রানে ইনিংস শেষ করে ইংল্যান্ড। ব্রিটস সর্বোচ্চ রানের ইনিংস উপহার দেয়া ছাড়াও চারটি ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে সামনে থেকে সহযোগিতা করেছেন। মিডিয়াম পেস বোলার খাকা ১৮তম ওভারে নিয়েছেন তিন উইকেট। সব মিলিয়ে চার ওভারে ২৯ রানে ৪ উইকেট দখল করেন তিনি। ফার্স্ট বোলার শাবনিম ইসমাইল ইনিংসের ষষ্ঠ ওভারে জোড়া উইকেট শিকারে দক্ষিণ আফ্রিকাকে ব্রেকথ্রু এনে দেন। এরপর নিজের শেষ ওভারে ইংলিশ অধিনায়ক হিথার নাইটকে (৩১) বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার টাজমিন ব্রিটস। এর আগে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৫ রানে ভারতকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আগামীকাল রোববার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply