Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বাইডেনের ডেলওয়্যারের বাড়িতে এফবিআইর তল্লাশি




মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলওয়্যারের বাড়িতে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। খবর বিবিসির। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত বুধবার (১ ফেব্রুয়ারি) গোপন নথি সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে এফবিআই এ তল্লাশি চালায়। বাইডেনের আইনজীবী বব বাউয়ার এক বিবৃতি বলেছেন, ডেলাওয়্য়ারে প্রেসিডেন্টের বাড়িতে এফবিআইর তল্লাশিতে কোনো গোপন নথি পাওয়া যায়নি। তিনি বলেন, এফবিআই তাদের হাতে লেখা নোট এবং আরও পর্যালোচনার জন্য কিছু উপকরণ নিয়ে গেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চলে। আইনজীবী জানান, তারা এফবিআইর তল্লাশি পরিকল্পনার কথা আগেই জানতেন। প্রেসিডেন্ট এ কাজে পূর্ণ সমর্থন দিয়েছেন। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গোপন নথি নিয়ে কেন এত আলোচনা এর আগে বাইডেনের সাবেক অফিস ও একটি বাড়ি থেকে দফায় দফায় সরকারি গোপন নথি উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে বাইডেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। উদ্ধার করা নথিগুলো ওই সময়ের। প্রতিবেদেনে বলা হয়েছে, এসব নথিসংক্রান্ত বড় পরিসরে তদন্তকাজের অংশ হিসেবে এফবিআই বাইডেনের বাড়িতে গেছে। মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি অভিযানের ব্যাপারে এফবিআইর পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার-এ-লাগো রিসোর্ট থেকে রাষ্ট্রীয় গোপনীয় নথি উদ্ধার করা হয়েছিল। এতে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। এ নিয়ে বর্তমানে তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা ট্রাম্পের কাছ থেকে কমপক্ষে ৩২৫টি গোপনীয় নথি জব্দ করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply