মিয়ানমারে সরকারপন্থিদের অস্ত্র দেবে জান্তা!
মিয়ানমারে আইনশৃঙ্ক্ষলা রক্ষাবাহিনীকে সহায়তায় আগ্রহী নাগরিকদের অস্ত্র দেয়ার কথা ভাবছে জান্তা সরকার। তাদের পাঁচ ধরনের অস্ত্র সরবরাহ করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জান্তাবিরোধীরা। সরকারের এ সিদ্ধান্তের কারণে দেশজুড়ে সহিংসতা আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
মিয়ানমারের বিভিন্ন প্রদেশে অব্যাহত আছে জান্তা বাহিনীর অভিযান। সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে রোববার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত সাগাইং, কোচিন ও কারেন রাজ্যে অভিযান চালিয়েছে জান্তা বাহিনী। এ সময় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন জান্তা সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)।
আরও পড়ুন: বিদ্রোহীদের হামলায় মিয়ানমারে সেনা-পুলিশের ৩৩ সদস্য নিহত
ইরাবতি জানায়, মিয়ানমারে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সহিংসতায় প্রতিদিন গড়ে অন্তত নয় জন সেনা নিহত হচ্ছেন। এছাড়া দুপক্ষের সংঘর্ষে আহত হচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে আইনশৃঙ্ক্ষলা রক্ষাবাহিনীকে সহায়তায় আগ্রহী নাগরিকদের অস্ত্র দেয়ার কথা ভাবছে জান্তা সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রহীদের মাঝারি, হালকা ও ভারিসহ পাঁচ ধরনের অস্ত্র সরবরাহ করা হবে। জান্তা সরকারপন্থি নাগরিক এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অস্ত্র দেয়ার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানানো হয়েছে।
তবে সরকারের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন জান্তাবিরোধীরা। তাদের অভিযোগ, জান্তা সরকারের পক্ষে আছেন এমন চিহ্নিত নাগরিকদের অস্ত্র দিয়ে মিয়ানমারের সাধারণ মানুষের কণ্ঠস্বরকে দাবিয়ে রাখতে চাইছে প্রশাসন। সরকারের এমন সিদ্ধান্তের কারণে দেশজুড়ে সহিংসতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: অবশেষে মিয়ানমার ছাড়ছে তেল কোম্পানি শেভরন
অন্যদিকে মিয়ানমারের সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। চলমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
Tag: English News others world

No comments: