হত্যা-মিথ্যাচার বিএনপির আদর্শ: আইনমন্ত্রী
বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার রাজনীতি। ১৯৭৫’র পর বিএনপি ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, হত্যার পর মিথ্যাচারের রাজনীতি এটাই তাদের আর্দশ। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই বেঁচে যান তিনি।
এসময় আনিসুল হক বলেন, বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের শুধু উন্নয়ন নয় রাজনীতিতেও শান্তি দেখেছে। এই রাজনৈতিক শান্তি অব্যাহত রেখে জনগণের কাছে তাদের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি।
তিনি বলেন, এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই। আমরা জনগণের কাছে তাদের প্রাপ্য ভোটাধিকার পৌছে দিয়েছি, ২০২৪ সালের সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তা আবারও প্রমাণ করব। কেউ যাতে জনগণের ক্ষতি করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ
Tag: English News lid news national

No comments: