নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে পাঠদান ৫ দিন: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন নতুন শিক্ষাক্রমে ৫ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান, এটি চূড়ান্ত সিদ্ধান্ত। যা প্রধানমন্ত্রীর কর্তৃক অনুমোদিত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচদিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুৎতের জন্য পাঁচদিন কার্যক্রম চলে কিন্তু এখন থেকে পাঁচদিনই হবে শিক্ষা কার্যক্রম আর দুইদিন শিক্ষকদের বন্ধ।”
তিনি বলেন, “কারিগরি বিভাগে গত ৪ বছরে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, তা আবার পূরণ হয়। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই।”
Tag: English News lid news world

No comments: