Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » রাফিনহার গোল, জাভি বললেন ‘রাফা নট ফর সেল’




গোলের পর রাফিনহার উদযাপন। ছবি: এএফপি নামের সঙ্গে ও দামের প্রতি সুবিচার করতে পারেননি বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। ঋণ-দেনার মধ্যে তাকে মোটা অঙ্কের অর্থ দিয়ে কিনেছে কাতালানরা। তবে মাঠে তার প্রতিদান সেভাবে দিতে পারেননি তিনি। চলতি মৌসুমে লিগে ১৮ ম্যাচে মাত্র তিন গোল করেছেন তিনি। সব মিলিয়ে বার্সার জার্সিতে ২৮ ম্যাচে পাঁচ গোল তার। বার্সায় পছন্দের রাইট উইঙ্গে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না রাফা। ডেম্বেলের সঙ্গে সমন্বয় করে কখনও রাইট, কখনও লেফট আবার ডিপ মিডেও খেলতে দেখা গেছে। লিডসের মতো পূর্ণ স্বাধীনতা তিনি কাতালান শিবিরে পাচ্ছিলেন না। সেজন্য আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে তার ক্যাম্প ন্যু ছাড়ার জোর গুঞ্জন ছিল। তবে রিয়াল বেটিসের বিপক্ষে বুধবার রাতে গোল করে দলকে জয় এনে দিয়েছেন বাঁ-পায়ের ফুটবলার রাফিনহা। উসমান ডেম্বেলে ইনজুরি নিয়ে মাঠের বাইরে আছেন। ওই সুযোগে বেটিসের মাঠে ম্যাচের ৬৫ মিনিটে অ্যালেজান্দ্রো বালদের পাস ধরে গোল করেন তিনি। এরপর ৮০ মিনিটে ইনজুরি থেকে ফিরে রবার্ট লেভানডভস্কি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। পরে জোয়াও কুন্দে আত্মঘাতী গোল করলে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সা। ম্যাচ শেষে জাভি বলেন, আসরে এটা তাদের সেরা ম্যাচ হয়েছে। সঙ্গে রাফিনহার দল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি, ‘রাফিনহা বার্সার ভবিষ্যত। আমরা সবসময় তাকে পূর্ণ সমর্থন করছি। সে অনেক সমালোচিত হচ্ছে। কিন্তু এরই মধ্যে বার্সার জন্য সে অনেক কিছু করেছে এবং আমরা তার মূল্য দেই।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply