Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » যুদ্ধে হারলে রাশিয়া ‘টুকরো টুকরো হয়ে যাবে’




ইউক্রেন যুদ্ধে হেরে গেলে রাশিয়া টুকরো টুকরো হয়ে যাবে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। খবর সিএনএনের। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘রাশিয়া যদি ইউক্রেন থেকে বিজয় লাভ না করে বিশেষ সামরিক অভিযান বন্ধ করে দেয়, তাহলে টুকরো টুকরো হয়ে যাবে। যুক্তরাষ্ট্র কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিলে যুদ্ধ শেষ হয়ে যাবে।’ গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পোল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের পরই এমন মন্তব্য করলেন রাশিয়ার এই সাবেক প্রেসিডেন্ট। আরও পড়ুন: রুশ হামলা বিশ্ব বিবেকের প্রতি অবমাননাকর: জাতিসংঘ মহাসচিব বাইডেন তার ভাষণে বলেন, ‘রাশিয়া যদি ইউক্রেনে হামলা বন্ধ করে তাহলেই যুদ্ধের অবসান ঘটবে। আর ইউক্রেন যদি রুশ বাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষা বন্ধ করে দেয়, তবে কিয়েভের পতন ঘটবে।’ মেদভেদেভ বাইডেনের এই বক্তব্যকে ‘মার্জিত মিথ্যাচার’ বলে দাবি করেন। তিনি বলেন, নিজেদের দেশে এতো সমস্যা থাকা সত্ত্বেও কেন তিনি অন্য দেশের মানুষের কাছে সহায়তার আবেদন করেন? রাশিয়ার নাগরিকরা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাকে বিশ্বাস করবে, যিনি ২০ এবং ২১ শতকে সবচেয়ে বেশি যুদ্ধ চালিয়েছেন, কিন্তু আগ্রাসনের কথা বলে আমাদের তিরস্কার করবেন? এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবশেষ পরমাণু চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিসির পুতিন। আরও পড়ুন: রাশিয়া-চীন সম্পর্ক আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ, বললেন পুতিন দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের উপস্থিতিতে দেয়া ওই ভাষণে তিনি বলেন, ‘আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে, কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।’ রুশ নেতা বলেন, ‘ওয়াশিংটনের কিছু লোক ফের পরমাণু পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করছে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পরমাণু কর্পোরেশনেরও পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া উচিত।’ পুতিনের এই ঘোষণাকে ‘একটি অত্যধিক এবং অনিবার্য সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন মেদভেদেভ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply