Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পাঁচদিন পরও ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের কণ্ঠ




তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পাঁচদিন পরও ধ্বংসস্তূপ থেকে মানুষের কণ্ঠ ভেসে আসছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তুরস্কের ইস্কেন্দেরুনে ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের কণ্ঠ শুনতে পেয়েছেন উদ্ধারকর্মীরা। এদিকে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ১৯ হাজার ৩৩৮ জন। আর সিরিয়ায় ৩ হাজার ৩৩৭ জন। উভয় দেশের কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। সকল প্রতিকূলতার মধ্যেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এতে ভূমিকম্পের পাঁচদিন পরও বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে মিলছে জীবিত মানুষ। যেমন তুরস্কে ভূমিকম্পের ১০৪ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফ্রেব্রুয়ারি) দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর কাহরামানমারাসের কিরিখান এলাকার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ওই নারীকে বের করে আনে উদ্ধারকর্মীরা। উদ্ধারের পরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। আরও পড়ুন: ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বাশার আল আসাদ আল জাজিরা জানিয়েছে, উদ্ধার হওয়া ওই নারীর নাম জয়নেপ কাহরামান। বয়স ৪০ বছর। বিশাল ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করে জার্মানি থেকে আসা একদল উদ্ধারকর্মী। ধ্বংসস্তূপের নিচ থেকে একটি স্ট্রেচারে করে তাকে বের করে নিয়ে আসা হয়। এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করেছেন উদ্ধারকারী দলের প্রধান স্টিভেন বেয়ার। তিনি বলেন, ‘এখন আমার বিশ্বাস, অলৌকিক বলে কিছু আছে।’ ওই নারীকে উদ্ধারের পর পুরো এলাকায় যেন খুশির জোয়ার সৃষ্টি হয়। খুশিতে অনেকেই কেঁদে ফেলেন। এ ঘটনার আগে ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাদেরকে বের করে আনে উদ্ধারকর্মীরা। আল জাজিরা জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনও ধৈর্যের সঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তারা সবাইকে চুপ থাকার আহ্বান জানাচ্ছে। এভাবে অনুসন্ধানের সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ইস্কেন্দেরুনে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের কণ্ঠ শুনতে পান তারা। এরপরই জীবিতদের উদ্ধারে ওই এলাকায় কাজ শুরু করেছেন তারা। আরও পড়ুন: তুরস্কে কেন এত ভবন ধসে পড়ল এদিকে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলারের সহায়তা দেয়ার ঘোষণা করেছে বিশ্বব্যাংক। ত্রাণ ও পুনরুদ্ধার প্রচেষ্টায় সহায়তা হিসেবে এ অর্থ দেয়া হবে। তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরও বেশি বেশি অর্থ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। আগামী সপ্তাহে একটি দাতা সম্মেলন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply