আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ধারণ, নুসরাতের ক্ষোভ
আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ধারণ, নুসরাতের ক্ষোভ
দিন দুয়েক আগে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। এ সময় পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি নায়িকার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করেন, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
বিষয়টি নিয়ে আলিয়াসহ বলিউডের অনেক তারকা ক্ষোভ ঝেড়েছেন। সেই তালিকায় রয়েছেন—আনুশকা শর্মা, করন জোহর, অর্জুন কাপুর, জাহ্নবি কাপুরসহ অনেকেই। এবার আলিয়ার পক্ষে আওয়াজ তুললেন টালিউডের তারকা অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।
আরও পড়ুন: এবার অস্কারে ‘চড়’ ঠেকাতে যে ব্যবস্থা নিচ্ছেন আয়োজকরা
তিনি বলেন, ছাদে উঠে লেন্স জুম করে তারকাদের ছবি তোলা ঠিক না। সব কিছুরই সীমা থাকা দরকার।
নায়িকার ভাষ্য, তারকাদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেশি, এটা স্বাভাবিক। তারা আমাদের ব্যক্তিগত বিষয় ও জীবনধারা নিয়ে অনেক বেশি কৌতূহলী থাকেন। কিন্তু বর্তমানে যে ধরনের অভ্যাস শুরু হয়েছে, আলোকচিত্রীরা অনেক সময় নিজেদের এখতিয়ার ভুলে যান।
নুসরাত যোগ করেন, প্রতিটি পেশায় কিছু সীমাবদ্ধতা থাকা উচিত। ছাদে উঠে লেন্স জুম করে তারকাদের ঘরের ছবি তোলা কিংবা তারকাদের গাড়ি ধাওয়া করে তাদের নিয়ে খবর করা খুবই অনুচিত।
আরও পড়ুন: স্বামী-সন্তানসহ অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন পূর্ণিমা
এর আগে ইনস্টাগ্রামে দেওয়া স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে আলিয়া লিখেছেন, ‘আপনারা কী আমার সঙ্গে মজা করছেন। দুপুরে আমি আমার বাড়ির অন্দরে বসেছিলাম। এ সময় আমার মনে হয়েছিল, কেউ আমার ওপর নজরদারি করছে। আমি ওপরের দিকে তাকাতেই দেখি যে, পাশের বিল্ডিং থেকে দুজন মানুষ আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছেন।
তিনি আরও লেখেন, এ ধরনের আচরণ কি কখনোই কাম্য? এ ধরনের কাজের অনুমতি কি আপনাদেরকে দেওয়া হয়েছে? এটা একজনের গোপনীয়তাকে হনন করা ছাড়া আর কী? সেই সঙ্গে আলিয়া তার পোস্টটি মুম্বাই পুলিশকেও ট্যাগ করেছেন।
No comments: