Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বই গোছাতে ব্যস্ত বিক্রয়কর্মীরা




দর্শনার্থী ও পাঠকদের জন্য খুলে দেওয়া হয়েছে বই মেলা প্রাঙ্গণ। ‘পড় বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে চলছে এবারের বই মেলা। মেলায় বেচা বিক্রি এখনো জমে ওঠেনি। স্টল মালিকরা সময় পার করছেন বই গোছাতে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, কিছু স্টলে দু-একজনকে বই উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন। কিন্তু কেউ ক্রয় করছেন না। এই সুযোগে স্টল গোছাচ্ছেন বিক্রয়কর্মীরা। পাঠকদের নিকট প্রদর্শনের জন্য কোন বই কোন স্থানে রাখলে ভালো হবে সেদিকেই নজর তাদের। প্রকাশনার লোকজন এ বিষয়ে পরামর্শ দিয়ে সহায়তা করার চেষ্টা করছেন। বিক্রয়কর্মী ও প্রকাশনা মালিকদের প্রত্যাশা এবার বই মেলায় বিক্রি বাড়বে। এর কারণ হিসেবে তারা বলছেন, আগের দুই বছর করোনা থাকায় মেলায় পাঠক আসতে পারেনি। এবার সে অবস্থা নেই। তবে বইয়ের দাম বাড়ায় বিক্রিতে কিছুটা টান পড়তে পারে। নাহিদ হাসনান পাবেল নামে এক বিক্রয়কর্মী বলেন, এখনও বই বেচা-কেনায় তেমন চাপ নেই। বলা যায় বই বিক্রি হচ্ছেই না। এ জন্য বই গোছানোর কাজ করছি। আশা করছি কাল শুক্রবার ছুটির দিনে ক্রেতা বাড়বে। এবার দাম বাড়ার কারণে বই বিক্রি কিছুটা হয়তো কমতে পারে, তবে এখনি কিছু বলা যাচ্ছে না। কারণ যে পাঠক তার কাছে বই খাদ্যের মতোই। বিক্রয়কর্মী লাভলু রহমান তৌফিক সাংবাদিকদের বলেন, পাঠক ও দর্শক এবার ভালোই হবে আশা করছি। এখন দর্শক চাপ কম হলেও আস্তে আস্তে বাড়বে। নিলিমা রহমান নামে এক পাঠক বলেন, আজ এসেছি বই দেখতে। যে বইগুলো পছন্দ হবে সেগুলোর তালিকা করে পরে ক্রয় করব।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply