Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প ধ্বংসস্তূপে জন্ম, ঠাঁই হলো ফুপা-ফুপুর ঘরে




তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

ধ্বংসস্তূপে জন্ম, ঠাঁই হলো ফুপা-ফুপুর ঘরে তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অনেকেই পরিবারের সদস্যদের হারিয়েছেন। কেউ কেউ পেয়েছেন নতুন জীবন। তাদেরই একজন আফরা নামের এক নবজাতক। বাবা-মা হারিয়ে এতিম হলেও ঠাঁই হয়েছে আপন ফুপা-ফুপুর ঘরে। রোববার (১৯ ফেব্রুয়ারি) আরব নিউজের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ফুটফুটে শিশুটির নাম আফরা। ৬ ফেব্রুয়ারির তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিয়েছে তার মা ও বাবাকে। বেঁচে নেই ভাই-বোনও। এখন সে এতিম। সিরিয়ার আলেপ্পো প্রদেশের জান্দারিস শহরের বাসিন্দা আবদাল্লাহ ও আফরা মেলেইহান। মারা যান গত ৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ভূমিকম্পে। সন্তান জন্ম দেয়ার পরপরই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান দম্পতিটি। পরবর্তীতে শিশুটিকে দত্তক নেন তার ফুপু হালা ও ফুপা খলিল আল সোয়াদি। মায়ের নামের সঙ্গে মিল রেখেই নাম রাখা হয়েছে মেয়েটির। শিশুটির ফুপু বলেন, আফরা ধ্বংসস্তূপের ভেতরে জন্মগ্রহণ করেছে। এতোদিন সে হাসপাতালে ছিল, আজ আমরা তাকে বাসায় এনেছি। তার অবস্থা এখন ভালো। আইনি কিছু জটিলতার কারণে তাকে ঘরে তুলতে দেরি হয়েছে। আরও পড়ুন: সিরিয়ায় ভূমিকম্প: এক মায়ের সাহস দেখল বিশ্ব ফুপা খলিল আল সোয়াদি বলেন, এই বাচ্চাটির পরিবারে কেউ নেই। সে আমাদের কাছে অনেক গুরত্বপূর্ণ। সে গ্রামবাসীর কাছে, তার চাচির কাছে এমনকি আমাদের সবার কাছে তার বাবা ও মায়ের স্মৃতি হয়ে থাকবে। ভয়াবহ এ ভূমিকম্পের ৩ দিন পর হালা এবং খলিলের কোল জুড়ে আসে আত্তা নামের কন্যা সন্তান। ২ জনকে একসঙ্গে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন বলে জানান এই দম্পতি। আরও পড়ুন: সিরিয়ায় আইএসআইএসের হামলায় নিহত ৫৩ স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশে। ভূমিকম্পের পর থেকে তুরস্কে উদ্ধার অভিযানে তৎপর কর্তৃপক্ষ। কিন্তু পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না সিরিয়ার নাগরিকরা। সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার, পানি ও নিরাপত্তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। তুরস্ক হয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বাধামুক্ত করতে সীমান্ত খুলে দিতে বাশার আল আসাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটি। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে এখনো চলছে উদ্ধারকাজ। স্বজনের লাশের অপেক্ষায় অনেকেই ভিড় করছেন বিধ্বস্ত ভবনের সামনে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply