Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » রুশদির হামলাকারীকে জমি উপহার দিচ্ছে ইরান




বিতর্কিত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা চালানো যুবককে পুরস্কৃত করছে ইরান। পুরস্কার হিসেবে হামলাকারীকে ১ হাজার বর্গমিটার কৃষিজমি দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির একটি ফাউন্ডেশন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স। ছুরি হামলায় চোখ হারানো লেখক ও ঔপন্যাসিক সালমান রুশদি গত বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন লেখক সালমান রুশদি। এ সময় তার ওপর ছুরি হামলা চালায় এক মার্কিন যুবক। হামলায় ৭৫ বছর বয়সী রুশদি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও একটি চোখ হারান তিনি। কর্মক্ষমতা হারায় তার একটি হাতও। এ ঘটনার পর স্থানীয় পুলিশ ২৪ বছর বয়সী শিয়া মুসলিম হাদি মাতারকে আটক করে। হাদির বিরুদ্ধে রুশদিকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, লেখক সালমান রুশদিকে ‘জীবন্মৃত’ বলে অভিহিত করেছে ইরানের ‘ফাউন্ডেশন টু ইমপ্লিমেন্ট ইমাম খামেনি’স ফতোয়াস’। সেই সঙ্গে ওই হামলাকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি। আরও পড়ুন: সালমান রুশদি: যিনি আড়াল থেকে বেরিয়ে এসেছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল জারেঈ বলেছেন, ‘আমরা ওই মার্কিন তরুণের সাহসী কাজের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যে রুশদির একটি চোখ ও একটি হাত পঙ্গু করে দিয়ে মুসলিমদের খুশি করেছে। তিনি আরও বলেন, রুশদি আজ একজন জীবন্মৃত মানুষের চেয়ে বেশি কিছু নয়। আমরা এই সাহসী কাজের জন্য সম্মাননা জানাতে চাই। ওই তরুণকে বা তার কোনো প্রতিনিধিকে ১ হাজার বর্গমিটার কৃষিজমি উপহার দেয়া হবে।’ আরও পড়ুন: নিজের দোষেই হামলার শিকার রুশদি: ইরান ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কারজয়ী ব্রিটিশ লেখক রুশদি ১৯৮১ সালে তার লেখা বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। কিন্তু ১৯৮৮ সালে তার চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাকে ৯ বছর লুকিয়ে থাকতে হয়। উপন্যাসটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করে মুসলিমদের একাংশ। এটি প্রকাশের পর থেকে রুশদি হত্যার হুমকি পেয়ে আসছিলেন। বইটি প্রকাশের এক বছর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। সেই সঙ্গে তার মাথার দাম হিসেবে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন। আরও পড়ুন: কে এই সালমান রুশদি? ২০১৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি টুইটে বলেন, রুশদির বিরুদ্ধে দেয়া তিন দশকের পুরোনো সেই ফতোয়া এখনও ‘অপরিবর্তনীয়’ রয়েছে। অবশেষে খামেনির ফতোয়ার ৩৩ বছর গত বছর আগস্টে নিউইয়র্কে হত্যাচেষ্টা করা হয় রুশদিকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply