Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » কংগ্রেস কমিটি থেকে ইলহান ওমরকে হটাতে একাট্টা রিপাবলিকানরা




যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক কংগ্রেসীয় কমিটির সদস্যপদ থেকে ইলহান ওমরকে হটাতে একাট্টা রিপাবলিকান পার্টির প্রতিনিধিরা। এই বিষয়ে একটি রেজুলেশনও পাশ হয়েছে দেশটির কংগ্রেসে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি দেশটির প্রথম মুসলিম নারী কংগ্রেস সদস্য। ইলহান ওমর। ছবি: সংগৃহীত মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, ফিলিস্তিন-ইসরাইলের মধ্যকার সংঘাতের বিষয়ে দেয়া ইলহান ওমরের এক বক্তব্যে পরিপ্রেক্ষিতে রিপাবলিকানরা স্পিকারের কাছে এই আবেদন করেন। পরে বিতর্কিত মন্তব্য করায় তার কাছ থেকে দায়িত্বভার কেড়ে নেয়ার বিষয়ে রেজুলেশনটি পাশ হয়। আরও পড়ুন: কাশ্মীর ইস্যু আগের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে: মার্কিন কংগ্রেসওম্যান রিপাবলিকানদের যুক্তি, ইলহান ওমর অতীতে যেসব বিবৃতি দিয়েছেন, তার আলোকেই এই কমিটিতে তার কাজ করতে পারা উচিত নয়। রিপাবলিকানদের আরও দাবি, মিনেসোটা থেকে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে নির্বাচিত এই প্রতিনিধি অতীতে ইস্রায়েল সম্পর্কিত যেসব বক্তব্য দিয়েছেন তা ইহুদিবিরোধী। স্পিকার কেভিন ম্যাককার্থি আনুষ্ঠানিকভাবে হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি এরিক সোলওয়েল এবং প্যানেলের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডাম শিফের প্রতিনিধিত্বকে বৈধ বলে অস্বীকার করার পরপরই এই পদক্ষেপ নেয়া হল। গত বছর ম্যাককার্থি প্রতিশ্রুতি দিয়েছিলেন, রিপাবলিকানরা হাউসের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেলে তিনি শিফ, সোলওয়েল এবং ওমর ইলহানকে তাদের সংশ্লিষ্ট কমিটিগুলোর দায়িত্ব থেকে সরিয়ে দেবেন। আরও পড়ুন: ইমরান খানের সঙ্গে ইলহান ওমরের বৈঠক নিয়ে বিতর্ক এদিকে, হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিস বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বলেছেন, রিপাবলিকানদের এমন আচরণ স্রেফ ‘রাজনৈতিক প্রতিশোধ’ মাত্র। এর আগে, ২০১৯ সালে ইলহান ওমর আনুষ্ঠানিকভাবে বিষয়টির জন্য আনুষ্ঠানিক ক্ষমাও প্রার্থনা করেন। সে সময় তিনি মন্তব্য করেছিলেন, ‘রিপাবলিকানরা ইসরাইলের প্রতি সমর্থন দেন, তা মূলত আসে আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপ্যাক) নামক একটি লবিংকারী গোষ্ঠী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply