Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » তুরস্ক ও সিরিয়ায় সহায়তার হাত বাড়াল যারা




তুরস্কে সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা পেরিয়েছে। এরই মধ্যে সিরিয়া ও তুরস্ক- দুই দেশ মিলে নিহতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়কে শোকাহত করেছে। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠন তুরস্কের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। রেড ক্রিসেন্ট কমিটি আরও সহায়তার আহ্বান জানিয়েছে। ছবি: সংগৃহীত যেসব দেশ, সংস্থা ও সংগঠন তুরস্ককে সহায়তা দিচ্ছে: গ্রিস তুরস্কের নিকট প্রতিবেশী গ্রিস। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস দ্রুত উদ্ধারকর্মীদের দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। ২১ জন ফায়ারফাইটার, দুটি সার্চ অ্যান্ড রেসকিউ কুকুর এবং বেশ কয়েকটি উদ্ধারকারী যান এরই মধ্যে তুরস্কে পৌঁছেছে। ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবারই (৬ ফেব্রুয়ারি) জানিয়েছিলেন, তার দেশ তুরস্কে সহায়তা পাঠাতে প্রস্তুত। তিনি ১০০ সদস্যের দুটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে একটি দল তুরস্কে পৌঁছেছে। আরও পড়ুন: ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ডজনখানেক উদ্ধারকারী দল এরই মধ্যে তুরস্কে পৌঁছেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেয়ন বলেছেন, ‘সোমবার আঘাত হানা মারাত্মক ভূমিকম্পের পরে আমরা তুর্কি এবং সিরিয়ার জনগণের সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমরা নিহতদের পরিবারের সঙ্গে শোক প্রকাশ করছি।’ চীনা ভূমিকম্প সংঘটিত হওয়ার পর সোমবারই চীনা প্রেসিডেন্ট শি জিন পিং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন। চীনের তরফ থেকে দেশ দুটিতে সহায়তা দেয়ার জন্য আলোচনা চলছে। জার্মানি তুরস্কের দিকে সহায়তার হাত বাড়িয়েছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, জার্মানির ফেডারেল এজেন্সি ফর টেকনিক্যাল রিলিফ তুরস্কে প্রাথকিমভাবে স্বেচ্ছাসেবী পাঠিয়ে সহায়তা দেবে। তারা দেশটিতে আশ্রয়হীনদের জন্য প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র তৈরি করবে। এছাড়া ১১ লাখ ডলার দেবে সিরিয়ায় সহায়তা দেয়ার জন্য। আরও পড়ুন: ভূমিকম্পে মৃত্যু ৩৮০০ ছাড়িয়েছে জাপান জাপান ত্রাণসামগ্রী এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে। ইরান ও ইতালি ভয়াবহ এই ভূমিকম্পের ঘটনায় শোক প্রকাশ করেছে এবং সহায়তার প্রস্তাব দিয়েছে। ন্যাটো ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ টুইট করেছেন, ‘আমি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। ন্যাটো মিত্ররা এখন সহায়তা পাঠানোর প্রস্তুতি শুরু করেছে।’ ইসরাইল সিরিয়ার সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, তিনি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুরোধ পাওয়ার পর ভূমিকম্পবিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ পাঠানোর জন্য এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে সিরিয়ার কর্মকর্তারা এ খবর অস্বীকার করেছেন। আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এনআরসি-র মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিচালক কারস্টেন হ্যানসেন বলেছেন, ‘এনআরসি সিরিয়াজুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের সরাসরি সহায়তা দেওয়ার পরিস্থিতি মূল্যায়ন করছে। সেখানে ব্যাপক বড় সহায়তা প্রয়োজন এবং আমাদের সংস্থা এই সহায়তা প্রচেষ্টার অংশ হবে।’ রাশিয়া ক্রেমলিন জানিয়েছে, ‘ভূমিকম্পের পর দ্রুততম সময়ের মধ্যে রাশিয়ার জরুরি সহায়তা মন্ত্রণালয় থেকে উদ্ধারকারী দল সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। বাশার আল-আসাদ কৃতজ্ঞতার সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করেছেন। একই পদক্ষেপ নেয়া হয়েছে তুরস্কের জন্যও। দেশটির প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমন তাত্ক্ষণিক ও আন্তরিক প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এরদোয়ান বলেছেন, তিনি রাশিয়ান উদ্ধারকারীদের সাহায্য গ্রহণ করতে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। আরও পড়ুন: তুরস্ক কেন বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ পোল্যান্ড দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিজুস কামিনস্কি বলেছেন, ভূমিকম্প কবলিত এলাকায় তারা ৭৬ জন ফায়ারফাইটার এবং ৮টি প্রশিক্ষিত কুকুর পাঠাবেন। কাতার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ফোন করে সহানুভূতি ব্যক্ত করেছেন। তামিম বিন হামাদ আল-থানি ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি প্রশমনের ভ্রাতৃপ্রতিম তুরস্কের জন্য কাতারের পক্ষ সংহতির প্রস্তাব দিয়েছেন। স্পেন স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধারকারী দলগুলোকে অবিলম্বে তুরস্কে পাঠানোর জন্য একযোগে কাজ করছে। আরও পড়ুন: তুরস্কে ভয়াবহ যত ভূমিকম্প যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার সরকার তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এবং তুরস্ককে কাঁপিয়ে দেওয়া মর্মান্তিক ভূমিকম্পের জন্য তাত্ক্ষণিক পদক্ষেপের জন্য এগিয়ে যেতে সংশ্লিষ্ট সব বিভাগকে অনুমতি দেয়া হয়েছে। তুর্কি কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ৭৯ সদস্যরে দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরস ঘেব্রেয়েসুস ঘোষণা করেছেন, ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে আহত এবং ঝুঁকিপূর্ণদের জরুরি চিকিৎসা প্রদানে চিকিৎসক দল সক্রিয় করা হয়েছে। তাইওয়ান তাইওয়ান ভূমিকম্প কবলিতদের সহায়তায় ২ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। উপরন্তু, স্বায়ত্তশাসিত দ্বীপ দেশটি ৪০ সদস্যের উদ্ধারকারী দল তুরস্কের যাবে। ডক্টরস উইদাউট বর্ডার চিকিৎসকদের বৈশ্বিক প্ল্যাটফর্ম ডক্টরস উইদাউট বর্ডার তুরস্ক এবং সিরিয়ায় এরই মধ্যে কাজ শুরু করেছে। আরও পড়ুন: তিন দিন আগে তুরস্কের ভূমিকম্পের বিষয়ে সতর্ক করেছিলেন বিজ্ঞানী ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটে বলেছেন, ‘দুর্যোগের পরিণতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।’ জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতে, জাতিসংঘের কর্মীরা পরিস্থিতি মূল্যায়ন করতে এবং সাহায্য করতে তুর্কি ও সিরিয়ার মাটিতে রয়েছেন। যুক্তরাজ্য যুক্তরাজ্য জানিয়েছে, তারা একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং একটি জরুরি মেডিক্যাল টিম তুরস্কে পাঠাচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে তুরস্কে ৭৬ জনের একটি অনুসন্ধানী ও উদ্ধারকারী দল, চারটি অনুসন্ধান কুকুর এবং প্রয়োজনীয় সংখ্যক উদ্ধার সরঞ্জাম পাঠিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply