Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ফলো না করলেও সামনে আসে মাস্কের টুইট!




সম্প্রতি ইলন মাস্কের টুইটারের ফলোয়ার সংখ্যা কমায় এর কারণ খুঁজে বের করতে তার উপদেষ্টা এবং প্রকৌশলীদের নিয়ে বৈঠক করেছেন মাস্ক। এক প্রতিবেদনে এ দাবি করার পর মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা দাবি করেছেন, ফলো না করলেও সামনে আসছে ইলন মাস্কের টুইট। ছবি: সংগৃহীত সংবাদমাধ্যমের খবরে জানা যায়, টুইটার ব্যবহারকারীরা দাবি করছেন, তাদের ফিড ইলন মাস্কের টুইট দিয়ে পূর্ণ থাকছে। টুইটারে 'আপনার জন্য' বিভাগটি মাস্কের টুইট এবং উত্তরে পূর্ণ ছিল। তারা বলেন, আমরা ফলো না করলেও সামনে আসছে মাস্কের টুইট। অনেক ব্যবহারকারী মজা করে বলছেন, হয়ত মাস্ক তার ফলোয়ার বাড়ানোর জন্য প্রকৌশলীদের হুমকি দিয়েছেন যেন তা বাড়ানো হয়। ফলোয়ার সংখ্যা বাড়াতে না পারলে হয়ত প্রকৌশলীদের বরখাস্ত করারও হুমকি দিয়ে থাকতে পারেন তিনি বলেও মজা করেন অনেকে। ফলো না করেও টুইট অনুপ্রবেশের ঘটনায় অনেক ব্যবহারকারী ক্ষুব্ধ। তারা বলছেন, প্রত্যেকবার ফিড রিফ্রেশ দিলেই মাস্কের টুইটে পূর্ণ হয়ে উঠছে। অনেকে বলছেন, তারা মাস্ককে ব্লক করার চেষ্টা করছেন। গত বছর টুইটারের মালিক হন ইলন মাস্ক। আরও পড়ুন: মাস্কের মালিকানায় চাকরি হারালেন ৮০ শতাংশ টুইটার কর্মী একজন ব্যবহারকারী বলেন, আপনার জন্য বিভাগটি সবসময় মাস্কের টুইট সামনে আনছে। টুইটারকে হয়ত নতুন করে রান্না করা হয়েছে। আরেক ব্যবহারকারী বলেন, বর্তমানে আমার ফিডটি ইলন মাস্কের ২১ টি পোস্ট সামনে এনেছে। এসবের সঙ্গে বিজ্ঞাপন আসছে প্রচুর পরিমাণে। তৃতীয় আরেক ব্যবহারকারী বলেন, স্থির অ্যালগরিদম ব্যবস্থার কারণে প্রত্যেকবার ফিড রিফ্রেশ করলেই মাস্কের টুইটগুলো শীর্ষে থাকছে। বিষয়টি সামনে আসার পর ইলন মাস্ক গত সপ্তাহে নিজেই অস্পষ্টভাবে বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছিলেন, টুইটারে অনেক পরিবর্তন আসছে। প্রযুক্তি নিউজ আউটলেট প্ল্যাটফর্মারের একটি বিশ্লেষণ অনুসারে, ইলন মাস্কের টুইটগুলো ২০২২ সালের এপ্রিলে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। কিন্তু বর্তমানে তিনি বলছেন, তার ৯৫ শতাংশ টুইট ডেলিভার করা হচ্ছে না। গত ৭ ফেব্রুয়ারি টুইটারের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ইলন মাস্ক। সেখানে সম্প্রতি নিজের করা টুইটের ভিউ কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। যেখানে টুইটারে তার অনুগামী ১০ কোটিরও বেশি, সেখানে তার করা টুইটের ভিউ কাউন্ট মাত্র কয়েক হাজার হয় কীভাবে- এমন প্রশ্ন তোলেন মাস্ক। আরও পড়ুন: ‘ভুয়া টুইটের’ কারণে আদালতের মুখোমুখি মাস্ক জবাবে কর্মকর্তারা তাদের নিজস্ব তথ্য-উপাত্ত ও গুগল ট্রেন্ডস চার্ট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখান, ইলন মাস্কের প্রতি মানুষের আগ্রহ আর আগের মতো নেই। টুইটার কেনার পর থেকেই তার প্রতি মানুষের আগ্রহ কমছে আর এটাই তার জনপ্রিয়তা কমার কারণ বলে এ সময় উল্লেখ করেন উপস্থিত এক কর্মকর্তা। আর এটা শুনেই রাগে মাস্ক তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেন ওই কর্মকর্তাকে। একাধিক ওয়াচডগ থেকে ডেটা মুছে ফেলার বিষয়ে টুইটার জটিল প্রশ্নের সম্মুখীন হচ্ছে। টুইটারে বিরুদ্ধে এমন অভিযোগের ভিত্তিতে ইউরোপীয় ডেটা সুরক্ষা নিয়ন্ত্রকরা বলেছেন, টুইটার তার সরাসরি বার্তাগুলো মুছে ফেলার অনুরোধ উপেক্ষা করছে। টুইটারেসরাসরি বার্তাগুলো (বা ডিএম) এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয় না, যা বিশ্বব্যাপী সাংবাদিক, হুইসেল ব্লোয়ার এবং অ্যাক্টিভিস্টদের জন্য উদ্বেগের একটি গুরুত্বপূর্ণ বিষয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply