Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইসরাইলি সেনার গুলিতে নিহত আরও এক নিরস্ত্র ফিলিস্তিনি




আরও এক নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সৈন্যরা। স্থানীয় সময় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অধিকৃত পশ্চিম তীরের ‍হুয়ারা শহরে ওই তরুণকে গুলি করে হত্যা করে ইসরাইলিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। পশ্চিম তীরে পাহারারত এক ইসরাইলি সেনা। ছবি: সংগৃহীত ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় আব্দুল্লাহ সামি কালালবেহ নামে ২৬ বছরের ওই তরুণের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, পশ্চিম তীরের নাবলুসের নিকটবর্তী শহর হুয়ারায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে ইসরাইলি সেনাদের দাবি, সামি কালালবেহ ইসরাইলি সেনাদের একটি চৌকিতে হামলা চালিয়েছিল। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ জিবরিল ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফাকে বলেছেন, গুলিবিদ্ধ ওই তরুণকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার মাত্র কয়েক মিনিট আগে মারা যায়। আরও পড়ুন: ইসরাইলের অভিযান: ফিলিস্তিনিদের জীবন কি মূল্যহীন? সামি কালালবেহকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৬ জন ফিলিস্তিনি নিহত হলো ইসরাইলি বাহিনীর গুলিতে। নিহতদের মধ্যে আটটিই শিশু এবং একজন বৃদ্ধা। বিপরীতে এই সময়ে এক শিশু ও এক ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে। এদিকে ইসরাইলি সেনাদের দাবি সামি কালালবেহ তাদের একটি চৌকিকে হামলা করেছিল। তারা সামিকে হামলা থেকে বিরত রাখতে আকাশে ফাঁকা গুলি করে। সেই গুলিতেই সামি আহত হয়। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি সেনারা এক সন্দেহভাজন ব্যক্তিকে তাদের চৌকির দিকে এগিয়ে আসতে দেখে তাকে সতর্ক করতে আকাশে ফাঁকা গুলি করে। চৌকিটি হুয়ারা শহরে অবস্থিত ইসরাইলি সেনাঘাঁটির পাশেই অবস্থিত। আরও পড়ুন: পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা বিবৃতিতে আরও বলা হয়, এক পর্যায়ে কালালবেহ এক সৈন্যকে আক্রমণ করে বসে। ঘটনাস্থলে থাকা আরেক সৈনিক তখন কালালবেহকে লক্ষ্য করে গুলি করে যা তাকে আঘাত করে। কালালবেহের নিরস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply