Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » তুরস্কে ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা




তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির জেরে ভবন নির্মাণের সঙ্গে জড়িত ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির বিচার বিভাগ। এরই মধ্যে কয়েকজন ঠিকাদারসহ ১৩ জনকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। খবর বিবিসির। তুরস্কের বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভবন নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামনের দিনগুলোতে পরোয়ানা জারি ও গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। গত ৬ ফেব্রুয়ারির শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশদুটিতে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ২৪ হাজার ৬১৭ এবং সিরিয়ায় সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ভূমিকম্পে তুরস্কে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি ভবন। ধসেপড়া এসব ভবনের বেশির ভাগই গত কয়েক বছরে নির্মাণ করা। নবনির্মিত এসব ভবন ভূমিকম্পে ধসে পড়া নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। অভিযোগ উঠেছে, এসব ভবন নির্মাণের সময় যথাযথ আইন মানা হয়নি। আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্প: দোলাচলে এরদোয়ানের রাজনৈতিক ভবিষ্যৎ তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। যদিও এ মাত্রার ভূমিকম্প খুবই শক্তিশালী। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভবনগুলো যদি মান বজায় রেখে নির্মাণ করা হতো, তাহলে এ ভূমিকম্পের পরও সেগুলো টিকে থাকার কথা ছিল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলতি বছরের মে মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মাত্র তিন মাস আগে এই ভূমিকম্প বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ, তুরস্কের ইতিহাসে ভয়াবহ এ সংকট সামাল দিতে না পারলে এর প্রভাব পড়তে পারে নির্বাচনে, যা এরদোয়ানের জন্য বিপদই ডেকে আনবে। স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতি এবং সরকারি নীতির কারণে বছরের পর বছর ধরে তুরস্কের অনেক নতুন ভবনকে অনিরাপদ অ্যাখ্যা দিয়ে সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক এ ভয়ংকর ভূমিকম্পের কারণে মানুষের ব্যর্থতার ফলে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব আরও ভয়াবহ হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ভবন নির্মাণকারী কোম্পানিগুলোর অদক্ষতা, দুর্নীতি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগসাজশের প্রতিবাদে তুরস্কের ভূমিকম্পপ্রবণ দক্ষিণাঞ্চলে এরই মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে এদিকে তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পেরিয়েছে। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে কমছে ধ্বংস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। বিপরীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মরদেহ উদ্ধারের সংখ্যা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা এ ভূমিকম্পটি এ অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। ১৯৯৯ সালের আগস্টে তুরস্কে সংঘটিত ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়। এবার সেই রেকর্ড ভেঙে এখন পর্যন্ত দেশটিতে এককভাবে সাড়ে ২৪ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply