Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গোয়েন্দা বেলুন’ নিয়ে উত্তেজনা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত




চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘গোয়েন্দা বেলুন’ নিয়ে উত্তেজনার মধ্যে তিনি তার সফর স্থগিত করেছেন বলে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) একাধিক মার্কিন গণমাধ্যমে খবর এসেছে। তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা ‘নজরদারি বেলুন’ শনাক্ত করা হয়েছে। আরও বলা হয়, চীনা এই ‘গোয়েন্দা বেলুন’ যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে। তবে জননিরাপত্তা বিবেচনায় সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়নি। দ্য গার্ডিয়ান জানায়, বেলুনটির সর্বশেষ অবস্থান ছিল মন্টানায়। নিরাপত্তার কারণে গত বুধবার (১ ফেব্রুয়ারি) মন্টানার বিলিংস লোগান বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়। অর্থাৎ গত বুধবারই প্রথম বেলুনটি নজরে আসে। তবে পেন্টাগনের বিবৃতির পরই বিষয়টি হইচই শুরু হয়। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন নয় ‘এয়ারশিপ’ ঢুকেছিল, চীনের দুঃখ প্রকাশ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে মুখ খোলে চীন। যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন নয় ‘এয়ারশিপ’ প্রবেশ করেছিল বলে স্বীকার করে দেশটির কর্তৃপক্ষ। বেইজিংয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়, অনাকাঙ্ক্ষিতভাবে চীনের আকাশসীমা ছেড়ে মার্কিন আকাশসীমায় প্রবেশ করায় আমরা দুঃখিত। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র যে বস্তুটিকে নজরদারি বেলুন বলে সন্দেহ প্রকাশ করেছে সেটি আসলে একটি এয়ারশিপ। যা মূলত গবেষণার কাজে ব্যবহার করার জন্য আবহওয়া ও জলবায়ু বিষয়ক তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে আর বলা হয়েছে, এয়ারশিপের স্টিয়ারিং সক্ষমতা বা বাঁক বদলের সক্ষমতা সীমিত হওয়া তা প্রবল বাতাসের কারণে মূল গতিপথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছে যায়। আরও পড়ুন: সম্পর্কোন্নয়নে আলোচনায় সম্মত চীন-জাপান এর মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিতের খবর আসে। ব্লুমবার্গ ও এবিসি প্রথম এ খবর প্রকাশ করে। বলা হয়, নিজেদের আকাশসীমায় বেলুন ওড়ানোর বিষয়টিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ‘বড় ঘটনা’ হিসেবে দেখছে ওয়াশিংটন। তবে পৃথক এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, সফর স্থগিত করার বিষয়টি হোয়াইট হাউজের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন চলতি সপ্তাহেই বেইজিং সফর করবেন এমন প্রত্যাশা করা হচ্ছিল। যদিও সফরের কথা আগেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply