মুম্বাইয়ে জঙ্গি হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার
মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ছবি : মিড-ডে
ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে হামলার হুমকি দিয়েছে জঙ্গিরা। সম্প্রতি একটি ই-মেইলের বরাত দিয়ে এ সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।
গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) হিন্দুস্তান টাইমস ও জি নিউজের খবরে বলা হয়, নিজেকে তালেবান ঘনিষ্ঠ পরিচয় দিয়ে মুম্বাইয়ে হামলার হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। এরপরই মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
এদিকে জঙ্গি হামলার হুমকির এ মেইল পাওয়ার পরই তদন্তে নেমেছে এনআইএ ও মুম্বাই পুলিশ।
এর আগে জানুয়ারি মাসে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে একটি ফোনে জঙ্গি হামলার হুমকি আসে।
এ ছাড়াও গত বছর অক্টোবরেও বিভিন্ন ফোনে মুম্বাইয়ে হামলার হুমকি আসে। ওই ফোনে বলা হয় মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় বোমা রাখা রয়েছে। এর মধ্যে ইনফিনিটি মল, পিভিআর মাল্টিপ্লেক্স, সাহারা হোটেলে বোমা লুকানো রয়েছে।
Tag: English News Featured others world

No comments: