Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » তুরস্কে আবারও ভূমিকম্পের আঘাত




তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে তুরস্কের আনাতোলিয়ান তুর্কি প্রদেশের বোর জেলায় এ ভূমিকম্প আঘাত হানে। খবর আল জাজিরার। তুর্কি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূপৃষ্ঠ থেকে এর কেন্দ্র ছিল ৭ কিলোমিটার গভীরে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় টুইটারে এক পোস্টে বলেছেন, উদ্ধারকারী দল যে কোনো ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে মাঠে রয়েছে। আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়াল ফুয়াত ওকতায় আরও বলেন, এই মুহূর্তে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আল্লাহ আমাদের দেশ এবং আমাদের জাতিকে সব ধরনের বিপর্যয় থেকে রক্ষা করুন। বোর জেলা ভূমিকম্প-বিধ্বস্ত তুর্কি-সিরীয় সীমান্ত অঞ্চলের প্রায় ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। চলতি মাসের শুরুর দিকে (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে পরপর বড় দুইটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেই ৪৪ হাজার ২১৮। আর সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। বড় ওই দুই ভূমিকম্পের পর আরও অন্তত ৬ হাজার আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে। সবশেষ শনিবারের ভূমিকম্পটিও তেমনি একটি আফটারশক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply