রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে নিজের লেখা দুটি বইয়ের প্রকাশনা উৎসবে বক্তব্য দেন। ছবি : ফোকাস বাংলা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রবীণ রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। জনগণের কল্যাণে আন্তরিকতা ও দরদ দিয়ে নিজ নিজ এলাকায় উন্নয়নকাজ অব্যাহত রাখার জন্যও তিনি সংসদ সদস্য ও রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার রাজনীতি, আমার জীবননীতি’ এবং বিভিন্ন অনুষ্ঠানে তার দেওয়া ভাষণগুলোর সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ শীর্ষক বই দুটির প্রকাশনা উৎসবে এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের রাজনৈতিক জীবনের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাসহ আত্মজীবনীমূলক গ্রন্থ লেখার প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘বঙ্গবন্ধুই তার রাজনৈতিক গুরু, তার কাছেই রাজনীতিতে হাতেখড়ি।’ রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে যারা বঙ্গবন্ধু সান্নিধ্য পেয়েছেন, তাদের সবারই আত্মজীবনী লেখা প্রয়োজন। ‘৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধসহ সবকিছুতেই শক্তি জুগিয়েছে বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণা।’ প্রধান অতিথির ভাষণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, গ্রন্থটির মূল আলোচক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ বইটি প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বইটি অনেক ঘটনারই সাক্ষী। আমি… বিশেষ করে, কলেজজীবন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর স্মৃতি আজও আমাকে নাড়া দেয়।’ রাশিদা খানম প্রকাশনা উৎসবের উদ্যোক্তা, বই দুটির লেখক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এতদিন তার (আবদুল হামিদ) পরিচয় ছিল রাজনীতিবিদ, আইনবিদ, সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, বিরোধীদলীয় উপনেতা ও সর্বশেষ রাষ্ট্রপতি হিসেবে। আজ আরও পরিচিতি যুক্ত হল লেখক হিসেবে। যদিও এটা অনেকটা বেটার লেট দেন নেভার এর মতো।’ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সিনিয়রদের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের কথা নতুন প্রজন্মকে জানানোর প্রয়াস থেকেই রাষ্ট্রপতির ইচ্ছের প্রতিফলন এই পুস্তক রচনা।’ স্পিকার বলেন, ‘ভাটির শারদুল হিসেবে পরিচিত হামিদ কখনও সাধারণ মানুষের কাছ থেকে বিচ্যুত হননি। সব সময় তিনি এলাকাকে প্রাধান্য দিয়েছেন।’ প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘লেখক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও আমি একে অপরের বন্ধু ছাত্রজীবন থেকেই। বঙ্গবন্ধু আমাদেরকে স্নেহ করতেন। সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবেও রাষ্ট্রপতি হামিদ কর্মক্ষেত্রে তার মেধার সাক্ষ্য রেখেছেন বিভিন্ন সময়ে।’ পরে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়
Slider
বিশ্ব
জাতীয়
রাজনীতি
খেলাধুলা
বিনোদন
ফিচার
যাবতীয় খবর
জিওগ্রাফিক্যাল
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
lid news
»
politics
» মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরুন : রাষ্ট্রপতি
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: