অবশেষে দুই বইয়ের ‘বিতর্কিত’ অংশের পাঠদান বন্ধ
অবশেষে দুই বইয়ের ‘বিতর্কিত’ অংশের পাঠদান বন্ধ
ফাইল ছবি
দীর্ঘ আলোচনা-সমালোচনার পর অবশেষে ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বইয়ের ‘বির্তকিত অংশ’ প্রত্যাহার করেছে সরকার।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক দুটি পাঠদান হতে প্রত্যাহার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রেণি দুটির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’ এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তকসমূহের কতিপয় অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। তবে, পাঠ্যপুস্তকগুলোর অন্যান্য সব অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে। সংশোধনীসমূহ শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অবহিত করা হবে।
এর আগে, শুক্রবার দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই সংশোধন করা হবে।
তিনি বলেন, এই দুই শ্রেণির বইয়ে যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। যদিও এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই।
শিক্ষামন্ত্রী বলেন, ইসলামের বিষয় নিয়ে মিথ্যাচার কখনো প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন যারা শেখ হাসিনার কর্মী, তাদের হাতে কোনোদিন ইসলামবিরোধী কাজ হতে পারে না
Tag: English News lid news national
No comments: