SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » নিমেষে ৪ কোটি টাকার ল্যাম্বরগিনি ধ্বংস করলেন ইউটিউবার!
নজরে পড়ার জন্য মানুষ কতো কিছুই না করে। তেমনি নিজের নামে বাজারে আনা এনার্জি ড্রিংকের মার্কেটিংয়ের জন্য মুহূর্তের মধ্যেই অতি-বিলাসবহুল ল্যাম্বরগিনি ব্র্যান্ডের নতুন গাড়ি ধ্বংস করে ফেলছেন এক ইউটিউবার। যে গাড়িটি তিনি ধ্বংস করেছেন, বর্তমানে তার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ৩ কোটি ১৫ লাখ রুপি বা বাংলাদেশি টাকায় ৪ কোটি ১২ লাখ টাকারও বেশি বেশি। খবর এনডিটিভির। বিধ্বস্ত সেই ল্যাম্বরগিনি এবং মিখাইল লিটভিন। ছবি: সংগৃহীত রাশিয়ার ওই ইউটিউবারের নাম মিখাইল লিটভিন। নিজের নামে আনা এনার্জি ড্রিংক ‘লিট এনার্জি’র মার্কেটিংয়ের জন্য তিনি পুরো গাড়িটি ধ্বংস করেছেন এবং সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছেন ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা এক কোটিরও বেশি। ভিডিওতে দেখা যায়, একটি ক্রেনের নিচে বিলাসবহুল ল্যাম্বরগিনি ইউআরইউএস (উরুস) এসইউভি গাড়িটি রাখা হয়েছে। আর ক্রেনের মাথায় ঝুলছে মিখাইল লিটভিনের নিজস্ব কোম্পানির তৈরি এনার্জি ড্রিংক ‘লিট এনার্জির’ একটি বিশালাকারের ক্যান। আরও পড়ুন: বিশ্বের ১ নম্বর ইউটিউবার জিমি ডোনাল্ডসন ল্যাম্বরগিনি ধ্বংসের ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন লিটভিন। ভিডিওতে দেখা যায়, বরফঢাকা রাস্তায় লিটভিন দৌড়চ্ছেন। তার হাতে এনার্জি ড্রিঙ্ক। পিছনে বিশাল ক্রেন থেকে লিট এনার্জির বিশালাকার ক্যানটি ল্যাম্বরগিনির ওপর পড়ে নিমেষেই সেটিকে ধ্বংসস্তূপের পরিণত করল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করার পর মুহূর্তের মধ্যে এ ভিডিও ভাইরাল হয়ে গেছে। ৭০ লাখ ভিউ এবং ৭ লক্ষেরও বেশি লাইক এসেছে। এসেছে অজস্র মন্তব্য। তবে অধিকাংশ নেটিজেনই ক্ষুব্ধ লিটভিনের এই আচরণে। তাদের মতে, এই আচরণ অর্থহীন বরং ওই টাকা তিনি দান করতে পারতেন সেবামূলক কাজে। প্রসঙ্গত, ল্যাম্বরগিনি উরুস বিশ্বের দ্রুততম এসইউভিগুলির মধ্যে অন্যতম। বিলাসবহুল এই স্পোর্টস অ্যান্ড ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি বাজারজাত করা হয় ২০১৮ সালে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply