আকস্মিক সিরিয়া সফরে মার্কিন সেনাপ্রধান
আকস্মিকভাবে সিরিয়া সফর করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলি। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে প্রায় আট বছর ধরে মার্কিন সেনা মোতায়েনকে এখনও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্ক মিলি।
শনিবার (৪ মার্চ) সিরিয়া সফরে গিয়ে জেনারেল মার্ক মিলি সাংবাদিকদের বলেন, ‘সিরিয়া এখনও আমাদের সেনাদের জন্য নিরাপদ নয়। অনেক ঝুঁকি আছে এখানে। আইএসের মতো জঙ্গি সংগঠনের কফিনে শেষ পেরেক না ঠোকা পর্যন্ত এ অঞ্চলে আমাদের লড়াই চলবে।’
মিলির সফরের মধ্য দিয়ে সিরিয়ায় বাইডেন প্রশাসনের মনোযোগ আগের মতো একই রকম রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধক্ষেত্র পরিদর্শন রুশ প্রতিরক্ষামন্ত্রীর
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর বাশার আল-আসাদবিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) পক্ষ নেয় যুক্তরাষ্ট্র।
আইএসকে পরাস্ত করতেই মার্কিন সেনারা উত্তর-পূর্ব সিরিয়ায় এসডিএফকে সহায়তা করছে। চার বছর আগে আইএসকে পরাস্ত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এসডিএফ।
Tag: English News others world
No comments: