Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মার্কিন ড্রোন ধ্বংসকারী রুশ যুদ্ধবিমানের পাইলটদের পুরস্কার




মার্কিন ড্রোন এমকিউ-৯ রিপার ‘ধ্বংস করা’ যুদ্ধবিমানের পাইলটদের পুরস্কৃত করেছে রাশিয়া। ড্রোন ধ্বংস করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যে শুক্রবার (১৭ মার্চ) দুই সুখোই-২৭ যুদ্ধবিমানের দুই পাইলটকে পুরস্কার প্রদান করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ড্রোন ধ্বংসের ভিডিও ফুটেজ থেকে নেয়া স্ক্রিনশট। ছবি: সংগৃহীত গত মঙ্গলবার (১৪ মার্চ) রাশিয়ার দুই সুখোই-২৭ যুদ্ধবিমানের তৎপরতায় কৃষ্ণসাগরে ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন। ড্রোনটি ওই এলাকায় নজরদারি করছিল বলে দাবি মস্কোর। শুক্রবার (১৭ মার্চ) ওই দুই যুদ্ধবিমানের পাইলটদের জন্য পুরস্কার ঘোষণা করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ যুদ্ধবিমান ড্রোনটিকে স্পর্শই করেনি। আরও পড়ুন: পোল্যান্ডের মিগ-২৯ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন আরও জানায়, ওইদিন সকাল সাড়ে ৯টায় রুশ যুদ্ধবিমানের খুব কাছাকাছি চলে আসায় ড্রোনটি নিয়ন্ত্রণ হারায় এবং সাগরের পানির ওপর আছড়ে পড়ে। আরও বলেছে, ড্রোনটি তার ট্রান্সপন্ডার বন্ধ করে উড়ছিল এবং আকাশসীমার বিধিনিষেধ লঙ্ঘন করেছিল। তবে মার্কিন সামরিক বাহিনী বলছে, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় কৃষ্ণসাগরের ওপর একটি নজরদারি মিশনে ছিল। সে সময় রুশ যুদ্ধবিমানগুলো তার পিছু নেয় এবং হয়রানি করে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ড্রোন ধ্বংসের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ফুটেজে দেখা যায়, কৃষ্ণসাগরের উড়ন্ত ড্রোনটির পাশ ঘেষে দুইবার উড়ে যায় রুশ যুদ্ধবিমান সুখোই-২৭ ফ্লাঙ্কার। প্রথমবার এর সামনের দিকে জ্বালানি ছিটিয়ে দেয়। মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এমন হয়রানিমূলক কৌশল এর আগে কখনও দেখা যায়নি। আরও পড়ুন: এবার ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার ঘোষণা স্লোভাকিয়ার দ্বিতীয়বার এস-২৭ যুদ্ধবিমানটি এমকিউ-৯ রিপারের এত কাছাকাছি দিয়ে যায় যে, এরপরই ড্রোনটির নেটওয়ার্কে গোলযোগ দেখা যায়। কিছুক্ষণ পরই সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। যা ইঙ্গিত করে যে সংঘর্ষ ঘটেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply