Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » হিমালয়ে চড়তে ভাড়া করতে হবে স্থানীয় গাইড




হিমালয় পর্বতে চড়তে এখন থেকে ভাড়া করতে হবে স্থানীয় গাইড। পর্বতারোহীদের জন্য এই নির্দেশনা দিয়েছে নেপাল সরকার। আগামী ১ এপ্রিল থেকে এ নিয়ম কার্যকর হবে। এর ফলে পবর্তারোহীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনেক কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। খবর আল জাজিরার। নেপালের মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে একটি হিমবাহের মধ্যদিয়ে হেটে যাচ্ছে একদল পর্বতারোহী। ছবি: আল জাজিরা গত মঙ্গলবার (৭ মার্চ) নেপাল ট্যুরিজম বোর্ডের (এনটিবি) মুখপাত্র মানি রাজ লামিছানে বলেন, প্রত্যেক পর্যটককে একটি নিবন্ধিত ট্রেকিং কোম্পানির মাধ্যমে একজন গাইড ভাড়া করতে হবে। নতুন নিয়ম ট্রেকার্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় থাকা ট্রেকিং রুটগুলোতে প্রযোজ্য হবে, যেখানে সব পর্বতারোহীকে এনটিবি থেকে অনুমতি নিতে হবে। মানি রাজ আরও বলেন, ‘দেশের ট্রেকিং এজেন্সি অ্যাসোসিয়েশন ও জয়েন্ট ট্যুরিজম ট্রেড ইউনিয়ন ফোরামের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নিয়মের মাধ্যমে আমরা পর্বতারোহীদের ট্র্যাক করতে পারব এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সময়মতো তাদের উদ্ধার করা যাবে। এর মধ্য দিয়ে নিরাপদ ট্রেকিং নিশ্চিত হবে।’ আরও পড়ুন: হিমালয়ের চূড়ায় দেখা মিলল বিরল ‘তুষার চিতার’ মানি রাজের তথ্যমতে, প্রতিবছর এনটিবি প্রায় ৪০ থেকে ৫০ পর্বতারোহীর নিখোঁজ হওয়ার ঘটনা পায়। কর্তৃপক্ষ প্রায়ই তাদের ট্র্যাক করতে ও উদ্ধার করতে সমস্যার মুখে পড়ে। অতীতে পর্যটকদের স্থানীয় সহায়তা ছাড়া বা অনিবন্ধিত গাইড বা বন্ধুদের সঙ্গে একাকী ভ্রমণ করার অনুমতি দেয়া হতো। নেপালের ট্রেকিং অ্যাজেন্সি অ্যাসোসিয়েশনের সভাপতি নীলহারি বাস্তোলা বলেছেন, নতুন নিয়মের কারণে পর্বতারোহী ও পর্যটনশিল্প উভয়ই উপকৃত হবে। তিনি বলেন, পর্বতারোহণের সময় যারা মারা যান বা নিখোঁজ হন, তাঁদের বেশির ভাগই যাঁরা গাইড বা ভূখণ্ডের পরিস্থিতি না বুঝে একা যান। স্থানীয় গাইড থাকলে এসব দুর্ঘটনা এড়ানো যেত। আরও পড়ুন: হিমালয়ের চেয়ে বড় পর্বতের সন্ধান! এশিয়ার একটি পর্বতমালা হিমালয়। এটি অনেক পর্বতের সমন্বয়ে গঠিত। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও চীন এই পাঁচটি দেশে এটি বিস্তৃত। হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট এভারেস্ট’। এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা প্রায় আট হাজার ৮৪৮ মিটার। এছাড়া আট হাজার মিটারের বেশি বেশ কিছু পর্বত রয়েছে হিমালয়ে। এর মধ্যে কাঞ্চনজঙ্ঘা, কে-টু, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা পর্বত অন্যতম। সাত হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত রয়েছে অর্ধশতাধিক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply