এশিয়ার শীর্ষ ১০ উদ্ভাবনী উদ্যোগ, রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানও বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনকে অনেকটাই সহজ করেছে, এনেছে গতি। প্রতিনিয়ত বিজ্ঞান ও প্রযুক্তির ভান্ডারে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোগ-আবিষ্কার। এসব উদ্যোগের মধ্যে ২০২৩ সালে শীর্ষে থাকতে পারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমন ১০টি উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হলো। এই শীর্ষ ১০ উদ্যোগের মধ্যে রয়েছে বাংলাদেশি উদ্যোগও। এশিয়ার শীর্ষ ১০ উদ্ভাবনী উদ্যোগের তালিকা করেছে ফাস্ট কোম্পানি। ছবি: সংগৃহীত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ হলো: বিওয়াইডি, ভিডিও, অপো, গ্র্যাব, মিউজিনসা, শপআপ, রিসাইক্যাল, লিঙ্গুয়েসি, নেক্সট জেন ফুডস ও হিভারি।
১. বিওয়াইডি চীনা উদ্যোগ বিওয়াইডি মূলত একটি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটি সম্প্রতি ইলেকট্রিক যান বা বৈদ্যুতিক গাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে। শুরুর পর থেকে এখন পর্যন্ত বিওয়াইডি বেশ ভালো সাফল্য দেখিয়েছে। ২০২১ সালে প্রতিষ্ঠানটি যেখানে মাত্র ৫ লাখ ৯৪ হাজার গাড়ি বিক্রি করেছিল, সেখান থেকে এক বছরের ব্যবধানে তা দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখে। ২. ভিডিও ইন্দোনেশিয়ার বাজারে অনলাইন-ভিডিও স্ট্রিমিংয়ের জন্য আলোচিত প্ল্যাটফর্ম ‘ভিডিও’। নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ডিজনির রমরমা যুগে ইন্দোনেশিয়ার একেবারে তৃণমূলের গল্প তুলে এনে সিরিজ নির্মাণ এবং সম্প্রচার করে নজর কেড়েছে ভিডিও। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিক নাগাদ ভিডিওর সাবস্ক্রাইবার ছিল ৩৫ লাখ। বর্তমানে এর সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬ কোটি। আরও পড়ুন: উইটসা অ্যাওয়ার্ড পেল এটুআই’র দুইটি উদ্ভাবনী উদ্যোগ ৩. শপআপ বাংলাদেশে ৪৫ লাখেরও বেশি মুদি দোকান রয়েছে, যা দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের মোট সংখ্যার প্রায় ৯৮ শতাংশ। এশিয়ার মধ্যে এই হার বাংলাদেশেই সর্বোচ্চ। এত বিশাল সংখ্যক দোকানদার তাদের প্রয়োজনীয় পণ্য ডিস্ট্রিবিউটর এবং পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিনতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হন। শপআপ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সব ব্যবসা প্রক্রিয়া সহজ করে, মালামাল দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং বাকিতে মালামাল ক্রয়সহ ব্যবসা পরিচালনার পরিপূর্ণ সমাধান দেয়। শপআপের এসব সহজ সমাধানের ফলে মুদি দোকানদাররা কম পরিশ্রমে বেশি মুনাফা অর্জন করতে পারছেন এবং তাদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধি ও ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আরও মনোযোগী হতে পারছেন। দেশের গণ্ডি ছাড়িয়ে এ বছরের শুরুতে ভারতের বেঙ্গালুরুতে কার্যক্রম শুরু করে শপআপ। এর মধ্যে দিয়ে যোগ্য কর্মীদের খুঁজে বের করে ব্যবসায়িক লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চায় শপআপ। উল্লেখ্য, অতি সম্প্রতি ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ভূনিক’ শপআপের সঙ্গে একীভূত হয় এবং এর ফলে ভূণিকের প্রতিষ্ঠাতারা শপআপে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যোগ দেন। ৪. রিসাইক্যাল ভারতে প্রতিবছর ৩৫ লাখ টনেরও বেশি প্লাস্টিক দেশের রাস্তা, নদী এবং পাহাড়কে দূষিত করে। এর বাণিজ্যিক সমাধান খুঁজতে ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে রিসাইক্যাল। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ রিসাইক্যাল ভারতজুড়ে একাধিক রিসাইক্লিং কেন্দ্র পরিচালনা করছে। যেখানে লোকজন কাগজ, প্লাস্টিক, ধাতব পদার্থ এবং ইলেকট্রনিক বর্জ্য কিনতে বা বিক্রি করতে পারে। ৫. লিঙ্গুয়েসি ম্যান্দারিন হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল ভাষা। ইংরেজির পরপরই এর অবস্থান। লিঙ্গুয়েসি ভবিষ্যৎ প্রজন্মকে ভার্চুয়াল পাঠের মাধ্যমে খুব সহজেই ম্যান্দারিন ভাষা শিখিয়ে থাকে। সিঙ্গাপুরভিত্তিক প্ল্যাটফর্মটিতে প্রায় ৪ হাজার ৭০০ শিক্ষক রয়েছেন। প্রতিষ্ঠানটি যেকোনো বয়সী মানুষকে ম্যান্দারিন ভাষা শেখার কোর্স প্রদান করে থাকে। আরও পড়ুন: প্রযুক্তিগত উদ্ভাবনেও নেতৃত্ব দেবে চীন! ৬. অপো চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি কাজ করছে স্মার্টফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি করতে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, অপোর ফোন ব্যবহাকারীরা যেন তাদের স্মার্টফোনের সহায়তায় সবসময় বিশ্বকে নিজের মতো করে দেখতে পারেন। সে লক্ষ্যে হার্ডওয়্যারের ডিজাইন পরিবর্তন, চার্জিং ক্যাপাসিটি পরিবর্তনসহ বিভিন্ন পরিবর্তন নিয়ে হাজির হচ্ছে। ৭. নেক্সট জেন ফুডস ১৩০ মিলিয়ন ডলারের বেশি তহবিল নিয়ে নেক্সট জেন ফুডস বিশ্বের ক্রমবর্ধমান মাংসের বাজারে নিজেদের বিকল্প হিসেবে উপস্থাপন করেছে। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শহরে মুরগি থেকে শুরু করে গরুর মাংস পর্যন্ত সরবরাহ করে থাকে। ৮. গ্র্যাব সিঙ্গাপুরভিত্তিক ডেলিভারি এবং রাইড শেয়ারিং অ্যাপ গ্র্যাব দক্ষিণ-পূর্ব এশিয়ার টেক জায়ান্ট হয়ে উঠেছে। এ অঞ্চলে এটি উবারের বিকল্প হিসেবে কাজ করছে। এর বাইরে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও নিজেদের অপরিহার্য করে তুলছে। গ্র্যাব নিজেদের পরিষেবা সহজ করার লক্ষ্যে ৮টি দেশের পাঁচ শতাধিক শহরে সক্রিয় ম্যাপিং সিস্টেম চালু করেছে। ৯. মিউজিনসা কোরিয়ান পপ সংগীত এবং টিভি নাটকের বিশ্বব্যাপী সাফল্যের পর কোরিয়ান ফ্যাশনও বিশ্বব্যাপী সাফল্য লাভ করতে পারবে–এ ধারণা থেকেই মিউজিনসার যাত্রা শুরু। সিউলভিত্তিক মিউজিনসা একটি অনলাইন ফ্যাশন হাউস হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে তা একটি সফল ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ব্র্যান্ড ইনকিউবেটরে রূপান্তরিত হয়েছে। ১০. হিভারি অস্ট্রেলীয় উদ্যোগ হিভারি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তক অ্যাপ, যা ভোক্তার চাহিদা নিরূপণ করতে পারে এবং খরচ কমিয়ে আনতে সহায়তা করে থাকে।Slider
বিশ্ব
জাতীয়
রাজনীতি
খেলাধুলা
বিনোদন
ফিচার
যাবতীয় খবর
জিওগ্রাফিক্যাল
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
lid news
»
national
» এশিয়ার শীর্ষ ১০ উদ্ভাবনী উদ্যোগ, রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানও
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: