Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » নরবলির শিকার শিশু, গ্রেফতার ৩




নরবলির শিকার হয়েছে ১০ বছরের এক শিশু। ঘটনা ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ জেলার। এক জাদুকরের কথায় বলি দেয়া হয় বিবেক বর্মা নামের ওই শিশুকে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। উত্তর প্রদেশের পুলিশ। প্রতীকী ছবি নরবলির বিষয়টি নিশ্চিত করে বাইরাইচ পুলিশ জানিয়েছে, ১০ বছরের এক শিশুকে নরবলি দেয়ার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাহরাইচের পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন, পারসা গ্রামের বাসিন্দা কৃষ্ণ বর্মার ছেলে গত মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে নিখোঁজ ছিল। সেদিন রাতেই গলা কাটা অবস্থায় স্থানীয় একটি মাঠে এক শিশুর মরদেহ পাওয়া যায়। আরও পড়ুন: শ্রদ্ধাকে ৩৫ টুকরা করতে ব্যবহৃত ৫ ছুরি উদ্ধার পুলিশ সুপার বলেন, ‘তদন্তে জানা গেছে, বিবেকের চাচাত ভাই অনূপের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। যার মানসিক বিকাশ ঠিকমতো হয়নি। ফলে সে প্রায়ই নানা ধরনের অসুস্থতায় ভোগে। দীর্ঘদিনের চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় অনূপ স্থানীয় এক জাদুকরের শরণাপন্ন হন। পরে সেই জাদুকর অনূপকে নরবলি দিতে উৎসাহিত করেন।’ পুলিশ জানিয়েছে, জাদুকরের কথায় প্ররোচিত হয়ে অনূপ এবং তার বাবা (বিবেকের চাচা) চিন্তারাম বিবেককে ধারালো বস্তুর সাহায্যে হত্যা করে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত তিনজন- অনূপ, চিন্তারাম এবং জাদুকরকে রোববার (২৬ মার্চ) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply