পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সিলেটে আয়ারল্যান্ড
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সিলেটে আয়ারল্যান্ড
ছবি- সংগৃহীত
প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
রোববার (১২ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় আইরিশরা। এরপর ঢাকা হয়ে সিলেটে পৌঁছায় অ্যান্ডি বালবির্নিরা।
সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সঙ্গে সঙ্গে একটি টেস্ট ম্যাচও খেলবে দল দুটি। আর টেস্ট ফরম্যাটে স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে অ্যান্ডি বালবির্নি-হ্যারি টেক্টররা।
১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দল দুটি। এরপর ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২৩ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে। সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৭ মার্চ। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৯ এবং ৩১ মার্চ। পুরো টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
Tag: English News games

No comments: