চীনের বন্ধু হচ্ছে হন্ডুরাস
তাইওয়ানকে বাদ দিয়ে চীনের সঙ্গে সম্পর্ক গড়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী। খবর বিবিসির।
হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো। ছবি: সংগৃহীত
বুধবার (১৫ মার্চ) এক বিবৃতিতে হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈদেশিক সম্পর্ক প্রসারিত করতে চায় সিওমারা কাস্ত্রো সরকার। সেই লক্ষ্যেই চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার কথা ভাবছে হন্ডুরাস।
হন্ডুরাসের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে তাইপে। চীনের তরফ থেকে হন্ডুরাসকে দেয়া সহায়তাকে বিষের সঙ্গে তুলনা করে এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাস্ত্রে সরকারের উচিৎ তাদের এই সিদ্ধান্ত নিয়ে আরও ভাবনা চিন্তা করা। চীনের পাতা ফাঁদে পা না দিতেও আহ্বান জানিয়েছে তাইওয়ান।
আরও পড়ুন: টিকটক নিয়ে যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব চরমে, নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যেও
তবে হন্ডুরাসের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক চীন নীতিকে সমর্থন জানিয়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক গড়ার সিদ্ধান্তই সঠিক।
চীন হন্ডুরাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে বেইজিংও লাভবান হবে। কারণ, হন্ডুরাসের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমেই তারা ওই অঞ্চলে পা রাখতে পারবে।
Tag: English News lid news others world
No comments: