Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করবে রাশিয়া




কৃষ্ণসাগরে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করবে রাশিয়া। বুধবার (১৫ মার্চ) ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ দেশটির একটি টেলিভিশনকে একথা জানিয়েছেন। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ মার্চ) কৃষ্ণসাগরের ওপর দিয়ে রাশিয়ার দুটি এসইউ-২৭ যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের একটি রিপার ড্রোন উড়ছিল। এ সময় একটি যুদ্ধবিমান ‘ইচ্ছাকৃতভাবে’ ড্রোনের সামনে যায় ও এটির প্রপেলারে আঘাত করে। এ বিষয়ে মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা জেনারেল জেমস বি হেকার এক বিবৃতিতে বলেন, তাদের ওই ড্রোন আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত অভিযানে ছিল। তখন সেটিকে আঘাত করে রুশ যুদ্ধবিমান। আরও পড়ুন: রুশ যুদ্ধবিমানের আঘাতে ডুবল মার্কিন ড্রোন তবে মস্কো ড্রোনটি ধ্বংসের এমন দাবি অস্বীকার করেছে। বুধবার এই ড্রোনের ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টার কথা রাষ্ট্রীয় টিভিতে জানিয়েছেন রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ। তিনি বলেন, এটি আমরা উদ্ধার করতে পারব কি না আমি জানি না। কিন্তু এ কাজ করতেই হবে। আমরা অবশ্যই এটা করব। আরও পড়ুন: রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কমছে আমদানি-রফতানি এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রও ড্রোনটির অবস্থান শনাক্ত করতে চায়। এটি কখনও উদ্ধার করা সম্ভব নাও হতে পারে-এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, রাশিয়া যদি ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারও করে তাহলেও তারা যাতে এটা থেকে খুব বেশি গোয়েন্দা তথ্য পেতে না পারে সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ পূর্বপ্রস্তুতি নিচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply