SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » সাইক্লোন ফ্রেডি মোজাম্বিক-মালাবিতে ১৫ জনের মৃত্যু
আফ্রিকার দক্ষিণাঞ্চলের মোজাম্বিক ও মালাবিতে এক মাসের মধ্যে দ্বিতী দফায় সাইক্লোন ফ্রেডির আঘাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সাইক্লোন ফ্রেডির কারণে মোজাম্বিকের ক্ষতিগ্রস্ত এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এক বছরের সমান নজিরবিহীন বৃষ্টিপাত ঘটিয়েছে সাইক্লোন ফ্রেডি। ক্ষয়ক্ষতি এড়াতে দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে বিদুৎ ব্যবস্থা। বাতিল করা হয়েছে সব ফ্লাইট। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্য মোজাম্বিকে আঘাত হানে ফ্রেডি। এ সময় ভবনগুলোর ছাদ উড়ে যায়। মোজাম্বিকের কুইলিমানে বন্দরের চারপাশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এদিকে মালাবিতে প্রবল বৃষ্টির ভূমিধসের সৃষ্টি হয়৷ মালাবির পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ব্ল্যান্টাইরের আশেপাশের এলাকায় ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দলগুলো ব্ল্যান্টাইরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা চিলোবওয়ে ও এনদিরান্দে এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে। সোমবার (১৩ মার্চ) শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাইক্লোন ফ্রেডির আঘাতে মোজাম্বিকে চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। আরও পড়ুন: আবারও শক্তিশালী ঝড়ের কবলে ক্যালিফোর্নিয়া, নিহত ২ মোজাম্বিকের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ এবং ফোনের সংকেত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মোজাম্বিকে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা এখনও স্পষ্ট নয়। মোজাম্বিকের আবহাওয়া অধিদফতর বলছে, গত চার সপ্তাহে এক বছরের বেশি বৃষ্টিপাত হয়েছে। তারা জানিয়েছে, এতে নদীগুলি বাঁধ ভেঙে ব্যাপক বন্যা হতে পারে। এদিকে মালাবি ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরা প্রাদুর্ভাবের সাথে লড়াই করছে। জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করেছে, ফ্রেডির প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply