Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন এরদোয়ানকে হঠাতে একজোট বিরোধীরা




তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন এরদোয়ানকে হঠাতে একজোট বিরোধীরা দুই মাস পরই তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। নির্বাচন সামনে রেখে জমে উঠেছে দেশটির রাজনীতি। প্রায় দুই দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হঠাতে একজোট বিরোধীরা। জোটের প্রধান হিসেবে এরদোয়ানের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টির (সিএইচপি) নেতা কামাল কিলিচদারোগলু। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টির (সিএইচপি) নেতা কামাল কিলিচদারোগলু

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছেন এরদোয়ান। এবারের নির্বাচনের এরদোয়ানের একেপিসহ আরও প্রায় তিন ডজন রাজনৈতিক অংশ নিচ্ছে। দেশটির নির্বাচন কমিশন সুপ্রিম ইলেকশন বোর্ড (ওয়াইএসকে) এক ঘোষণায় জানিয়েছে, আসন্ন নির্বাচনে ৩৬টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। নির্বাচনে কুর্দিস্তান ওয়ার্কার্স পাটি তথা পিকেকেপন্থি পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) অংশ নিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আরও পড়ুন: তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা তালিকা অনুযায়ী দলগুলো হলো জাস্টিস অ্যান্ড ইউনিটি পার্টি, জাস্টিস পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, মাদারল্যান্ড পার্টি, ইন্ডিপেন্ডেন্ট টার্কি পার্টি, গ্রেট ইউনিয়ন পার্টি, গ্রেট টার্কি পার্টি, রিপাবলিকান পিপলস পার্টি, ডেমোক্রেসি অ্যান্ড ব্রেকথ্রু পার্টি, ডেমোক্রেটিক লেফট পার্টি, ডেমোক্রেটিক পার্টি, লেবার পার্টি, ফিউচার পার্টি, ইয়ং পার্টি, ইউনিয়ন অব সোশ্যালিস্ট ফোর্সেস, পার্টি অব রাইটস অ্যান্ড ফ্রিডম, পিপলস লিবারেশন পার্টি, পিপলস ডেমোক্রেটিক পার্টি। এছাড়াও রয়েছে ফ্রি কজ পার্টি, গুড পার্টি, হোমল্যান্ড পার্টি, ন্যাশনাল পার্টি, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি, ন্যাশনাল রোড পার্টি, ফেলিসিটি পার্টি, লেফট পার্টি, দ্য পার্টি ফল চেঞ্জ ইন টার্কি, ওয়ার্কার্স পার্টি অব টার্কি, টার্কি কমিউনিস্ট মুভমেন্ট, কমিউনিস্ট পার্টি অব টার্কি, প্যাট্রিওটিক পার্টি, ওয়েলফেয়ার এগেইন পার্টি, ইনোভেশন পার্টি, নিউ টার্কি পার্টি, দ্য গ্রিনস অ্যান্ড লেফট পার্টি অব ফিউচার এবং ভিক্টরি পার্টি। এরদোয়ানের বিরুদ্ধে লড়বেন কিলিচদারোগলু নির্বাচনে নিজের তৃতীয় মেয়াদ নিশ্চিত করতে লড়ছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তবে এবার আর সেই সুযোগ দিতে চায় না বিরোধীরা। এরদোয়ানকে উৎখাতে ছয় দলীয় জোট গড়েছে তারা। জোটের প্রধান হিসেবে মাঠে নামিয়েছে ‘তুরস্কের গান্ধী’ হিসেবে খ্যাত কামাল কিলিচদারোগলুকে। ৭৪ বছর বয়সী কামাল দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) চেয়ারম্যান। এবারের নির্বাচন দেশটির শত বছরের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিরোধী জোট বলছে, তারা অর্থনীতি, নাগরিক অধিকার, পররাষ্ট্রনীতিসহ এরদোয়ানের বেশ কিছু নীতিতে বড় ধরনের পরিবর্তন আনবেন। তুরস্কে বর্তমানে অর্থনৈতিক সংকট ও ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে যে সামাজিক অস্থিরতা চলছে তার সুযোগ নিতে পারেন কিলিচদারোগলু। এছাড়া তুরস্কের সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের বিষয়টিকেও পুঁজি করতে পারেন বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: কায়রোয় মুখোমুখি তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী এরপরও দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের কাছে তারা টিকতে পারবেন কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেননা গতবারের ভোটে পরাজিত হয়েছে বিরোধী জোট। যদিও জোটটি ২০১৯ সালের স্থানীয় নির্বাচনে এরদোয়ানের একে পার্টিকে হারিয়ে ইস্তাম্বুল, আঙ্কারাসহ প্রধান মিউনিসিপ্যালিটিগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল। এছাড়া প্রেসিডেন্ট প্রার্থী কিলিচদারোগলু এর আগে প্রায় প্রতিটি নির্বাচনেই হেরেছেন। তবে তুরস্কে অভ্যুত্থানচেষ্টার পর সাংবাদিক ও শিক্ষাবিদের ওপর দমননীতি চালানোর প্রতিবাদে ২০১৭ সালে আঙ্কারা থেকে ইস্তাম্বুল পর্যন্ত ‘জাস্টিস মার্চ’ করার কারণে তার জনপ্রিয়তা কিছুটা বেড়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply