রোহিঙ্গাদের জন্য ২ কোটি ৬০ লাখ ডলারের সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের
মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ২ কোটি ৬০ লাখ ডলারের নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস মার্কিন সহায়তার কথা ঘোষণা করেন।
নেড প্রাইস বলেন, ‘নতুন এই তহবিল মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তের দুই পাশে অবস্থান করা রোহিঙ্গা সম্প্রদায়ের জীবন রক্ষায় যারা আমাদের অংশীদার তাদের কাজকে সহায়তা দেবে।
তিনি বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে এ তহবিল ঘোষণা পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ২১০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক চাহিদাগুলো পূরণে তাদের ৮৭ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। অনুদান কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্যের পরিমাণ কমিয়ে দিতে তারা বাধ্য হচ্ছেন।
আরও পড়ুন:মাথা গোঁজার ঠাঁই খুঁজছে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা
মিয়ানমারে সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বেশির ভাগ সদস্যই বাংলাদেশের বিভিন্ন আশ্রয়শিবিরে অবস্থান করছেন। এই সংখ্যা ১১ লাখেরও বেশি।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্বাচনের পর সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান নিয়েছে। এই হামলা বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
Tag: English News lid news world

No comments: