Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » আড়াই কেজি ওজনের সোনার খণ্ড পেলেন যুবক




খুড়তে খুড়তে আড়াই কেজি ওজনের স্বর্ণখণ্ড পেয়েছেন অস্ট্রেলিয়ার এক যুবক। শখের বশে একটা কম দামি মেটাল ডিটেক্টর নিয়ে স্বর্ণ খুঁজতেন তিনি। এভাবে খুঁজতে খুঁজতে একপর্যায়ে সাড়ে ৪ কেজির বেশি ওজনের একটি পাথরখণ্ড পান তিনি। ওই পাথরের ভেতরেই ছিল আড়াই কেজির বেশি সোনা। যার দাম ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা)। বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন মতে, ওই যুবক নিজের পরিচয় প্রকাশ করেননি। শুধু জানিয়েছেন, তিনি পাথরখণ্ডটি খুঁজে পেয়েছেন ভিক্টোরিয়া প্রদেশের একটি সোনার খনিতে। ঊনবিংশ শতকে ওই এলাকার খনিগুলোতে সোনার খোঁজে মানুষের ভিড় লেগে থাকত। আরও পড়ুন: চীনে ৫০ টনের বিশাল স্বর্ণখনি আবিষ্কার সোনাভর্তি ওই পাথরখণ্ড কিনে নিয়েছেন ড্যারেন ক্যাম্প নামের এক ব্যক্তি। পাথরটিতে থাকা সোনার দামও নির্ধারণ করেছেন তিনি। কাম্প জানান, সোনা নিয়ে ৪৩ বছর ধরে কাজ করছেন তিনি। তবে একটি পাথরখণ্ডের মধ্যে এত সোনা তিনি কখনও দেখেননি। কাম্প বলেন, ওই ব্যক্তি কাঁধে করে একটি ব্যাগ নিয়ে তার দোকানে আসেন। এরপর ব্যাগ থেকে একটি পাথরখণ্ড বের করে তার সামনে রাখেন এবং জানতে চান, সেটির দাম ১০ হাজার অস্ট্রেলীয় ডলার (৭ লাখ টাকা) হবে কিনা। পাথরখণ্ডটি দেখে কাম্প বলেন, ‘দেখেন ১ লাখ অস্ট্রেলীয় ডলার (৭০ লাখ টাকা) হয় কিনা।’ আরও পড়ুন: ভারতে এবার স্বর্ণখনি আবিষ্কার এরপর ওই ব্যক্তি জানান, তিনি যেটি ক্যাম্পকে দেখিয়েছেন, সেটি তার পাওয়া পাথরখণ্ডের অর্ধেক মাত্র। পুরো খণ্ডটির ওজন ৪ কেজি ৬০০ গ্রাম। সেটি থেকে মোট ২ কেজি ৬০০ গ্রাম সোনা পাওয়া যায়। এরপর ওই সোনা কিনে নেন ক্যাম্প। সোনা বিক্রির অর্থ নিজের পরিবারের জন্য খরচ করতে চান বলে জানিয়েছেন ওই ব্যক্তি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply