ঘুরে দাঁড়াচ্ছে টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি
শক্তিশালী টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বাসিন্দারা। সোমবার (২৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি চলছে বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোয় বিধ্বস্ত বাড়িঘর। ছবি: সংগৃহীত
গেল শুক্রবারের ভয়াবহ টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একেকটি শহর ও এলাকা। কোথাও বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, কোথাও ভেঙে পড়েছে গাছপালা। এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন বহু বাসিন্দা। ঝড়ের আঘাতে লন্ডভন্ড যান চলাচলব্যবস্থাও।
টর্নেডোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় রোলিং ফোর্ক শহর। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন পার করছেন হাজার হাজার বাসিন্দা। এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অনেকেই। ধ্বংসস্তূপে খুঁজছেন প্রয়োজনীয় জিনিসপত্র।
Tag: English News others world

No comments: