মেসিদের বিশ্বকাপ জয় নিয়ে ফিফার ডকুমেন্টারি
তিন মাস আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে নতুন এক ইতিহাস লিখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত শিরোপা জিতেছে লাতিন আমেরিকার দলটি। বিশ্ব আসরের শিরোপা জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও। মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হেরে ঘুরে দাঁড়ানো আর নাটকে পরিপূর্ণ আসর সবকিছু যেন পরিপূর্ণতা দিয়েছে মেসিদের এ বিশ্বজয়।
দুর্দান্ত এই বিশ্বকাপকে ইতোমধ্যে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর বলতে শুরু করেছেন। আসলে এতটা নাটকীয় ছিল এ বিশ্বকাপ। একটি শহরে পুরো এক বিশ্বকাপ আয়োজন, একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ, এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে কেউ। তাই এবার এই বিশ্বকাপকে ডকুমেন্টারিতে রূপ দিয়েছে ফিফা।
‘রিটেন ইন দ্য স্টারস’ নামে ফিফার অফিসিয়াল এই ডকুফিল্মটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ডকুমেন্টারি ফিল্মটির দৈর্ঘ্য এক ঘণ্টা ৩৪ মিনিট। ফিফার ওয়েবসাইটে এটি বিনামূল্যে উপভোগ করা যাবে। এতে কণ্ঠ দিয়েছেন ওয়েলশ অভিনেতা মিকায়েল শীন।
Tag: English News games lid news world

No comments: