এবার আফগানিস্তানে ৬.৮ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পের প্রতীকী ছবি রয়টার্সের
বিশ্বজুড়ে ভূমিকম্পের আঘাত যেন থামছেই না। প্রাকৃতিক দুর্যোগটির একের পর এক থাবায় কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। আবারও আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প। এতে কেঁপে উঠেছে ভারতও। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) বরাতে আজ মঙ্গলবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
জিএফজেড বলছে, আজ দেশটির হিন্দুকুশ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক আট। আর গভীরতা ১৮৪ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে ভারতের রাজধানীও কেঁপে ওঠে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএনআই
Tag: English News lid news world

No comments: