Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ত্রিদেশীয় সিরিজ খেলতে দুবাই যাচ্ছে যুব টাইগাররা




ত্রিদেশীয় সিরিজ খেলতে দুবাই যাচ্ছে যুব টাইগাররা ছবি- সংগৃহীত সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে যুব দল। সংযুক্ত আরব আমিরাতে যুব টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই সিরিজে শাহরিয়ার সাকিবের নেতৃত্বে চার দিনের ম্যাচ এবং আহরার আমিনের নেতৃত্বে ওয়ানডে ফরম্যাটে খেলবে অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের একমাত্র চার দিনের ম্যাচটিতে মাঠে নামবে আফগানিস্তান ও বাংলাদেশ। আবুধাবি ওভালে ১২ মার্চ থেকে ১৫ মার্চ মাঠে গড়াবে ম্যাচটি। অন্যদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ১৮ মার্চ আফগান যুবাদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর ২০ মার্চ টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ২৪ মার্চ আফগানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে টাইগার যুবারা। এরপর ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে যুব টাইগারদের এই সফরের প্রথম রাউন্ড। আর প্রথম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দল দুটি ৩০ মার্চ আবুধাবির ওভালে অনুষ্ঠিতব্য ফাইনালে মাঠে নামবে। এ ছাড়া সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে এই মাঠে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : শাহরিয়ার সাকিব (৪ দিনের ম্যাচের অধিনায়ক), আহরার আমিন (ওয়ানডে অধিনায়ক), রোহনাত দৌলা বর্ষণ, শেখ পারভেজ জীবন, আরিফুল ইসলাম, শাহরিয়া আল আমিন, রাফি উজ্জামান, জিশান আলম, মারুফ মৃধা, মুস্তাফিজুর রহমান রাব্বি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, সিয়াম হোসেন দিপু, ওয়াসি সিদ্দিকী, তানভীর আহমেদ, আশিকুর রহমান শিবলি এবং শিহাব জেমস। স্ট্যান্ডবাই : শিহাব পাহার সাব্বির, জাকারিয়া ইসলাম শান্ত, মুস্তাফিজুর রহমান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেন্য ও ইকবাল হাসান ইমন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply