Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » যেখানে সাকিব অনন্য যার প্রমাণ আবারও মিললো।




যেখানে সাকিব অনন্য মাঠে কিংবা মাঠের বাইরে সর্বত্রই সাকিব আল হাসান এক অনন্য নাম। প্রশংসা অথবা বিতর্ক সবকিছুই এ নামের সঙ্গে জড়িয়ে আছে। তবে এ অলরাউন্ডারের একটি কৃর্তি অনেক সময়ই চাপা পড়ে থাকে। তা হচ্ছে তার উদারতা। বন্ধু কিংবা আত্মিয়, সহকর্মী অথবা মাঠকর্মী সবার পাশেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই ক্রিকেট তারকা। যার প্রমাণ আবারও মিললো।

সাকিব আল হাসান চট্টগ্রামে খেলে যে পুরস্কার পেয়েছেন তার থেকে কিছুটা উপহার দিয়ে এসেছেন মাঠ কর্মীদের। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। দুই ম্যাচেই জয় পায় লাল-সবুজের দল। আর বাংলাদেশের দুই জয়ের ম্যাচে ভূমিকা রেখে সাকিব পানটি তিনটি পুরস্কার। তিনটি পুরস্কারের একটির অর্থ চট্টগ্রামের মাঠকর্মীদের দিয়ে আসেন সাকিব। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৭৫ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব। ওই ম্যাচে পুরস্কার হিসেবে টাইগার অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য ম্যাচ পান তিনি। এরপর বৃহস্পতিবার (৯ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জয়ের দিনে ভূমিকা রেখে একটি পুরস্কার পান সাকিব। এই ম্যাচে মোস্ট ভেল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কার পান সাকিব। মোট তিন পুরস্কারে সাকিব পান তিন লাখ টাকা। যার মধ্যে এক লক্ষ টাকার পুরস্কার দিয়েছেন মাঠকর্মীদের। চট্টগ্রামের প্রধান কিউরেটর প্রবীণ হিঙ্গারনিকার ও সহকারি কিউরেটর জাহিদ রেজা বাবুকে এই পুরস্কার বুঝিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। এদিকে মাঠের বাইরের ঘটনায় বিতর্কের জন্ম দিলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ইংল্যান্ডকে হারানোর পর চট্টগ্রামেই মেজাজ হারিয়ে ভক্তকে ক্যাপ ছুড়ে মারলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বৃহস্পতিবার (৯ মার্চ ) রাতে ম্যাচ শেষে একটি ফ্যাশন ব্রান্ডের ফ্ল্যাগশিপ উদ্বোধনীতে যোগ দেন সাকিব। ওই অনুষ্ঠানের মধ্যেই ঘটে যায় বিতর্কিত ঘটনা। সাকিবকে দেখে ওই প্রতিষ্ঠানের সামনে ভিড় জমায় ভক্তরা। তার মধ্যে থেকে একজন সাকিবের ক্যাপ চুরি করার চেষ্টা করেন। এতে বিরক্ত হন সাকিব। তখন মেজাজ হারিয়ে সেই ভক্তকে উল্টো ক্যাপ ছুড়ে মারেন বাংলাদেশ অধিনায়ক। নিজের ক্যাপ দিয়ে ওই ভক্তকে কয়েকবার আঘাত করেন তিনি। এরপরই গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায় তাকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply