ইউক্রেনের প্রেসিডেন্ট হতে চান ওয়াগনার প্রধান
ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। বলেছেন, তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি: টুইটার
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১১ মার্চ যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শেয়ার করা এক ভিডিওবার্তায় প্রিগোজিন বলেছেন, ‘আমি রাজনৈতিক মনোভাব তৈরি করছি। আমার চারপাশে কী ঘটছে সেদিকে খেয়াল রাখছি এবং আমার মধ্যে রাজনৈতিক আকাঙ্খা জাগ্রত হয়েছে।’
প্রিগোজিন জানিয়েছেন, তিনি আশা করছেন তাকে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পরশেঙ্কো এবং বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে।
আরও পড়ুন: কফিনে ভরে ইউক্রেনীয় সেনাদের বাড়ি পাঠাচ্ছে রাশিয়া: প্রিগোজিন
ওয়াগনার প্রধান বলেন, ‘আমি যদি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন জয়ী হই তাহলেই সব ঠিক হয়ে যাবে। তখন আর কোনো গোলা-বারুদের প্রয়োজন হবে না বন্ধুরা।’
কেন প্রিগোজিন বারবার রাশিয়া পর্যাপ্ত অস্ত্র ও গোলা-বারুদ সরবরাহ করছে না বলে অভিযোগ করছেন এবং তার বদলে কেন তিনি নিজেই সেসব কিনে নিচ্ছেন না- এমন এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘তাহলে সেটা হবে রাষ্ট্র পরিচালনা, ব্যবসায় নয়।’ তার মতে ইউক্রেনে ওয়াগনার বাহিনীর অন্তত ১০ হাজার টন গোলা-বারুদ প্রয়োজন। যার বাজারমূল্য প্রায় ১০০ কোটি ডলার।
নিয়মিত সেনা হারানোর বিষয়ে প্রিগোজিন বলেন, ‘যুদ্ধে যেভাবেই হোক না কেন মানুষ মারা যাবেই। যুদ্ধের আবিষ্কারই হয়েছে একদল সেনা আরেকদল সেনাদের হত্যা করবে
Tag: English News others world

No comments: