সাকিব-হৃদয়ের শতরানের জুটি
সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের শতরানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথম ব্যাটিং করেছে বাংলাদেশ।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দলীয় ১৫ রানে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। ৯.৩ ওভারে ৪৯ রানে আউট হন লিটন কুমার দাস। তিনি ৩১ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ২৬ রান করেন।
লিটন ও তামিম আউট হওয়ার পর সাকিব আল হাসানের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৩৪ বলে এক বাউন্ডারিতে ২৫ রান করেন।
৮১ রানে তামিম, লিটন ও শান্ত আউট হওয়ার পর সাকিবের সঙ্গে দলের হাল ধরেন তৌহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তাড়া ১২৫ বলে ১৩৫ রানের জুটি গড়েন।
এই জুটিতেই দুইজন তুলে নেন ফিফটি। অফিষেক ম্যাচে ফিফটি তুলে নেন হৃদয়। সাকিব আল হাসান ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন।
কিন্ত ৩৭.২ ওভারে অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা দিতে হিয়ে উইকেটের পেছনে ধরা পরেন সাকিব। তার আগে ৮৯ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে করেন ৯৩ রান। তার বিদায়ে ২১৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
Tag: English News lid news national

No comments: